• ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

মুসলিম হ্যান্ডস বাংলাদেশের বিরল দৃষ্টান্ত

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২০
মুসলিম হ্যান্ডস বাংলাদেশের বিরল দৃষ্টান্ত


বিশেষ প্রতিনিধি :: যাদের নিজস্ব টিউবওয়েল নেই,কিংবা বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই সেই সকল মানুষের পাশে দাড়িয়েছে মুসলিম হ্যান্ডস বাংলাদেশ নামের একটি সেবা মূলক সংস্থা। জুড়ী উপজেলার জায়ফর নগর ইউনিয়নের ৫০ টি পরিবারকে প্রথম পর্যায়ে এই টিউবওয়েল প্রদান করা হচ্ছে। এর পর উপজেলার বাকি ৫ টি ইউনিয়নে ও টিউবকল প্রদান করা হবে বলে জানিয়েছে তারা।
সংস্থাটির সূত্রে জানা যায়, সিলেটের জকিগন্জের প্রখ্যাত পীর মরহুম মাওলানা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলীর বড় ছেলে বর্তমান পীর মাওালানা ইমাদ উদ্দিন চৌধুরী সামাজিক সেবামূলক কাজের জন্য মুসলিম হ্যান্ডস বাংলাদেশ নামক সংস্থা গড়ে তোলেন। সংস্থার পরিচালক এবং শুভাকাঙ্ক্ষীদের অর্থায়নে বিভিন্ন সমাজসেবা মূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধরাবাহিকতায় সিলেটের বেশ কয়েকটি উপজেলায় অসহায় কর্মহীন মানুষকে কর্মের মাধ্যমে জীবিকা নির্বাহের জন্য মালামাল দিয়ে দোকান প্রদান করা হয়েছে। জুড়ীতে ও এ রকম ২ টি দোকান প্রদান করা হয়। এরপর যাদের টিউবকল নেই তাদেরকে টিউবকল প্রদানের জন্য তালিকা করে তা প্রদান করা হচ্ছে।

টিউবকল প্রাপ্ত জায়ফর নগর ইউনিয়নের খাজুরুন বেগম, বারিক মিয়া বলেন, আমাদের টিউবকল ছিল না, খাবার পানি প্রতিদিন পাশের বাড়ি থেকে আনতে হয়। এতে অনেক কষ্ট হতো। তারা আমাদের বাড়িতে টিউবকল দেওয়ায় এ কষ্ট থেকে আমরা মুক্তি পাবো।

টিউবকল তদারকির দায়িত্বে থাকা, মুসলিম হ্যান্ডস বাংলাদেশের জুড়ী প্রতিনিধি কাজী ময়নুল ইসলাম জানান, লতিফিয়া ক্বারী সোসাইটির সহযোগিতায়
জুড়ী উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে যাদের খাবার পানির ব্যবস্থা নেই সে সকল পরিবারকে ধারাবাহিকভাবে টিউবকল প্রদান করা হবে। জায়ফর নগর ইউনিয়নে ১মাস সময়ের মধ্যে ৫০ টি টিউবকল প্রদান করা হবে। এর মধ্যে ১১ টি টিউবকল এর কাজ সম্পন্ন হয়েছে। বাকিগুলোর কাজ চলমান রয়েছে।

বেলাল হোসাইন / দৈনিক হাকালুকি

October 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031