মনিরুল ইসলাম, জুড়ী :: ১৪ অক্টোবর বুধবার রাতে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ছায়াব উদ্দিন (৫০) সড়ক দুর্ঘটনায় নিহত হন। কুলাউড়া উপজেলার মেরিনা চা-বাগানে ব্যবসার কাজে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ীক কাজ শেষে জুড়ী উপজেলার উদ্দেশ্যে রওয়ানা দিলে পথিমধ্যে মালবাহী গাড়ি উল্টে গিয়ে খাদে পড়ে যায়। গাড়ি খাদে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় ছায়াব উদ্দিনের সাথে থাকা অপর দুইজন প্রাণে বেঁচে যান।
কুলাউড়া থানার ইনচার্জ ইয়ারদৌস হাসান জানান, নিহত ব্যক্তির বাড়ি জুড়ী উপজেলার জালালপুর গ্রামে। দুর্ঘটনার পর লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সরকারি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এমআই / দৈনিক হাকালুকি