স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজারের জুড়ীর ঐতিহ্যবাহী নয়াবাজারে একদল সপ্নবাজ তরুণের উদ্যোগে আনুষ্ঠানিক পথচলা শুরু করলো আয়রণ শিল্প প্রতিষ্ঠান নেক্সাস আয়রণ ফ্যাক্টরি। লোহা দিয়ে তৈরি শিল্পপন্য যেমন বিভিন্ন সাইজের পেরেক, কয়েল তার সহ নিত্যপ্রয়োজনীয় মেটাল প্রোডাক্টস উৎপাদন ও বিপননের লক্ষ্যে যাত্রা শুরু করেছে নেক্সাস আয়রণ ফ্যাক্টরি জুড়ী। ১লা নভেম্বর রবিবার, জুড়ীর নয়াবাজারে ফ্যাক্টরীস্থ কার্যালয়ে এক অনাড়ম্বর দোয়া মাহফিল ও ফিতা কাটার মাধ্যমে আয়রণ পন্য উৎপাদন শুরু করে প্রতিষ্ঠানটি। বেলা ১২টায় আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব জুড়ী ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমেদ, নয়াবাজার ষোলপনি ঈদগাহের ইমাম মাওলানা সায়েম উদ্দিন, পূর্ব জুড়ীর কয়েকজন ওয়ার্ড মেম্বার, স্থানীয় অবিভাবক ও অতিথিবৃন্দ। উপস্থিত থেকে সকলের দোয়া কামনা করেছেন প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডার ও পরিচালকদের পক্ষ থেকে হুমায়ুন রশীদ রাজি, ফয়ছল আহমেদ, আমিনুল ইসলাম রাসেল ও রুহেল আহমেদ।
এম এইচ / দৈনিক হাকালুকি।