আসাদুর রহমান তারেক :: পেঁয়াজ ছাড়া ব্যঞ্জন, ভাবাই যায় না। তাই পেঁয়াজের দাম বাড়লে গণমাধ্যমে হৈচৈ পড়ে যায়।এই বছরের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত পেঁয়াজ কতবার যে সংবাদ শিরোনাম হয়েছে, তা তাৎক্ষণিকভাবে বলা মুশকিল। বাংলাদেশ সবচাইতে বেশি পেঁয়াজ আমদানি করে থেকে ভারত থেকে। কিন্তু এই বছর দ্বিতীয় বারের মতো রপ্তানি বন্ধ করেছে ভারত। যেই কারনে পেঁয়াজের মূল্যে দ্বিগুণ হয়েছে। বাজার ভেদে বিক্রি হচ্ছে ৮০/১০০ টাকা। কিন্তু বাংলাদেশের এই সংকটে পাশে এসে দাড়িয়েছে ছয়টি দেশ। বাংলাদেশকে ৪০ হাজার টন পেঁয়াজ দিচ্ছে চিন, মিয়ানমার, পাকিস্তান, নেদারল্যান্ডস, মিশর এবং তুরস্ক। আমদানিকৃত পেঁয়াজ অতি শিগগিরই আসছে বাংলাদেশে। আশা করা যায় বাজারমূল্য আবার স্থিতিশিল হবে।