স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজারের জুড়ীতে বিগত কয়েক দিনে গরু চুরি বৃদ্ধি পাওয়ায় এর থেকে প্রতিরোধকল্পে এলাকাবাসীকে নিয়ে মতবিনিময় সভা করেছে জুড়ী থানা পুলিশ। শনিবার ৭ নভেম্বর পূর্ব জুড়ীর নয়াবাজারে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও জনসাধারণ নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
পূর্ব জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান সালেহ উদ্দিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জুড়ী থানার ওসি সন্জয় চক্রবর্তী, ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, পূর্বজুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ূন রশীদ রাজি, পূর্বজুড়ী ইউপি সদস্য রফিকুল ইসলাম রেনু, মাসুক আহমদ, ইয়াকুব আলী, শীবাকান্ত গোয়ালা, টালিউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ তাজ উদ্দিন, গোয়ালবাড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি এমদাদুল ইসলাম চৌধুরী মাছুম, নয়াবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আতিকুর রহমান, ব্যবসায়ী কাজল মিয়া, ফজলু মিয়া প্রমুখ।
উল্লেখ্য, বিগত প্রায় ২ মাসে জুড়ী উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০ টি গরু চুরি হয়। এসব চুরি হওয়া গরু উদ্ধারের জন্য গরুর মালিকরা উপজেলা চেয়ারম্যান ও জুড়ী থানার অফিসার বরাবর লিখিত আবেদন করেছেন।
বার্তা সম্পাদক / দৈনিক হাকালুকি