• ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই শাবান, ১৪৪৬ হিজরি

মৌলভীবাজারকে ডাকাতিমুক্ত জেলা উপহার দিতে চাই পুলিশ সুপার ফারুক আহমেদ

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২০
মৌলভীবাজারকে ডাকাতিমুক্ত জেলা উপহার দিতে চাই পুলিশ সুপার ফারুক আহমেদ

নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজার জেলার পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম বার বলেন, এবছর আমরা প্রায় ১ কোটি ১৭লক্ষ টাকার মাদক উদ্ধার করতে সক্ষম হয়েছি। যা গত বছরের তুলনায় প্রায় ছয়গুণ বেশী। একবছরে আমরা প্রায় ৭শ’ এর মতো মাদক মামলা করেছি। এবছর আমরা মৌলভীবাজাকে ডাকাতিমুক্ত জেলা উপহার দিতে চাই।যদি জনগণ সহযোগীতা করেন তাহলে ‘ইউনিয়ন ভিত্তিক মোবাইল যান’ এর মাধ্যমে শান্ত মৌলভীবাজারকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যাবে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে জেলা পুলিশের আয়োজনে শহরের পৌর জনমিলন কেন্দ্রে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উদযাপন উপলক্ষে মৌলভীবাজারে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার ফারুক আহমেদ আরো জানান, মৌলভীবাজার জেলার কয়েকটি ইউনিয়নে পুলিশি সেবাকে সহজতর করতে ‘ইউনিয়ন ভিত্তিক মোবাইল যান’ চালু করা হয়েছে। ধাপে ধাপে আমরা প্রত্যেক ইউনিয়নে এই ধরণের যান চালু করবে। যানটি ইউনিয়নের আনাচে কানাচে ঘুরে, মানুষের অভিযোগ নিয়ে সেবা প্রদান করবে।

এ সময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, পুলিশ সুপার ফারুক আহমদ, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলী, সিভিল সার্জন ডাঃ তাউহীদ আহমদ, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো কামাল হোসেন। মৌলভীবাজার মডেল থানার ওসি পরিমল চন্দ্র দে অনুষ্ঠানটি পরিচালনা করেন।

এআর / হাকালুকি

February 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728