• ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জনসংযোগ বা পাবলিক রিলেশন কি?

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১২, ২০২০
জনসংযোগ বা পাবলিক রিলেশন কি?

জনসংযোগ বা পাবলিক রিলেশন বা পিআর কি? একজন জনসংযোগ কর্মকর্তার গুণাবলী। পাবলিক রিলেশন বিষয়টিকে নিয়ে জনপ্রিয় কেরিয়ার গড়ে ওঠার মূলে রয়েছে প্রতিযোগিতা। ক্রমশ বাড়তে থাকা প্রতিযোগিতার যুগে যখন বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো মনে করে যে, তাদের সার্ভিস, প্রডাক্ট এবং ফেসিলিটিগুলোকে আরও সঠিক এবং কার্যকর পদ্ধতির মাধ্যমে ক্রেতা বা উপভোক্তাদের কাছে তুলে ধরতে হবে, তখনই দরকার হয়ে পড়ে পাবলিক রিলেশন প্রফেশন্যালদের।

তা ছাড়াও, জনসমক্ষে বা অন্যান্য প্রতিষ্ঠানের কাছে ইমেজ কেমন হচ্ছে, তা-ও কিন্তু যে-কোনও সরকারি বা বেসরকারি কোম্পানির কাছে খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং এই ধরনের চাহিদা বা যোগানের প্রয়োজন মেটানোর তাগিদেই পেশা হিসেবে হিট হয়ে উঠেছে পাবলিক রিলেশন। প্রধানত প্রডাক্ট পাবলিসিটি, করপোরেট পাবলিসিটি, সরকারের সঙ্গে উন্নত সম্পর্ক গড়ে তোলা, এমপ্লয়িদের জন্য নানারকম করপোরেট পাবলিকেশন যেমন, নিউজ লেটার, ম্যাগাজিন, বুলেটিন ইত্যাদি প্রকাশ করাও পাবলিক রিলেশন অফিসারদের কাজ।

জনসংসংযোগ কর্মকর্তার গুণাবলী: বর্তমান সময়ে মানুষ ওয়েব কেন্দ্রীক হওয়ায় জনসংযোগ কাজের গতিধারা বিগত কয়েক বছর এ অনেক পরিবর্তন দেখা যাচ্ছে। একজন জনসংযোগ কর্মকর্তা হিসেবে যে যোগ্যতাগুলো দরকার ছিল তা আগের দিনগুলোযতে যা ছিল তা এখনো রয়ে গেছে তার পাশাপাশি যুক্ত হয়েছে নতুন কৌশল । আশা করি এ লেখা যারা জনসংযোগ নিয়ে কাজ করতে চায় তাদের এগিয়ে যেতে সাহায্য করবে।

যোগাযোগের দক্ষতা: প্রতিষ্ঠানের সফলতা দক্ষ যোগাযোগের উপর নির্ভর করে । জনসংযোগ কর্মকর্তা হিসেবে আপনার থাকতে হবে দক্ষ যোগাযোগের কৌশল।

লেখালেখির দক্ষতা: লেখালেখির দক্ষতার মাধ্যমে আপনি হতে পারেন দক্ষ জনসংযোগ কর্মকর্তা । লেখালেখির দক্ষতা আপনার জনসংযোগ কাজে ক্যারিয়ার গড়তে সাহায্য করবে।

মনযোগ দিয়ে কাজ করার মানসিকতা থাকলে জনসংযোগ কর্মমর্তা হিসেবে তাড়াতাড়ি সফল হতে পারেন।

গণমাধ্যম সর্ম্পক: গণমাধ্যম এর সাথে সর্ম্পক ভালো থাকলে, গণমাধ্যম নিয়ে ভালো জ্ঞান থাকলে জনসংযোগ কর্মকর্তা হিসেবে তাড়াতাড়ি সফলতা পেতে পারেন।

নীতিগতভাবে কাজ করা: সৎভাবে কাজ করার কাজ করা মানসিকতা জনসংযোগ কাজে সফল হতে আপনাকে সাহায্য করবে।

কৌতুহলী হওয়া: কৌতুহলী মনোভাব জনসংযোগ কর্মকর্তাকে নতুন পরিকল্পনা তৈরি করতে সাহায্য করবে।

কাজের পরিষ্কার ধারণা: যে প্রতিষ্ঠান এ জনসংযোগ কর্মকর্তা হবেন সে প্রতিষ্ঠান আর কাজ সর্ম্পকে পরিষ্কার ধারণা থাকতে হবে ।

ব্লগিং: তথ্য প্রযুত্তির যুগে জনসংযোগ কর্মকর্তাকে ব্লগিং সর্ম্পকে ভালো ধারণা থাকলে কাজে সফলতা সহজ হবে।

সামাজিক মিডিয়া টুলস সর্ম্পকে জানা: পৃথিবীর অর্ধেক মানুষ সামাজিক মিডিয়ার সাথে যুক্ত থাকায় জনসংযোগ কর্মকর্তাকে সামাজিক মিডিয়ার টুলস সর্ম্পকে ধারণা থাকা জরুরি ।

সর্বোপরি একজন জনসংযোগ কর্মকর্তা বা পাবলিক রিলেশন অফিসারের (পিআরও) উপর্যপুরি যোগাযোগ দক্ষতা ও সর্বোচ্চ প্রচার-প্রচারণার জন্য প্রয়োজনীয় সকল গুণাবলী থাকা অত্যাবশ্যকীয়।

সম্পাদক / দৈনিক হাকালুকি

September 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930