• ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

আকবর বিদেশে পালালেও গ্রেপ্তার করা হবে : সিলেটে পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২১, ২০২০
আকবর বিদেশে পালালেও গ্রেপ্তার করা হবে : সিলেটে পররাষ্ট্রমন্ত্রী

আমার মনে হয় এসআই আকবর দেশেই আছে। সে যেন বিদেশে পালাতে না পারে, সেজন্য সব সীমান্তে সতর্কতা জারি করা আছে। আমরা শিশু রাজনের খুনিকে সৌদি আরব থেকে ধরে এনেছিলাম। আকবর বিদেশে পালালেও গ্রেপ্তার করা হবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) নিহত রায়হানের বাড়িতে রায়হানের পরিবারকে সমবেদনা জানাতে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেন।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী নিহত রায়হানের মাকে বিচারের আশ্বস্ত করে বলেন, ‘আমার সাথে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান সাহেবের কথা হয়েছে। আপনার ছেলের হত্যার বিচারে পুলিশ র‍্যাব সবাই কাজ করছে। আপনি নিশ্চিন্ত থাকেন আপনার ছেলে হত্যার বিচার হবে। আপনি ঠিক মত বিচার পাবেন।’

মঙ্গলবার (২০ অক্টোবর) এক সফরে ঢাকা থেকে বিমানের একটি ফ্লাইটে করে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করে দুপুর সাড়ে ১২ টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে প্রথমেই রায়হানের বাড়িতে যান তিনি।

পররষ্ট্রমন্ত্রীর সাথে এসময় নিহত রায়হানের বাড়িতে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামী লিগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির খানসহ যেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগের নেতৃবৃন্দ।

সেখান থেকে ফিরে সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিমের কবর জিয়ারত করতে হযরত শাহজালাল (রহ:) মাজারে যাবেন। পরে দুপুর ২.৫০ মিনিটে সরাসরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ফেরার কথা রয়েছে।

এ আর / দৈনিক হাকালুকি

March 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031