স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজারের রাজনগর উপজেলার আক্কেলের বাজারের একটি দোকান থেকে ৯০ হাজার টাকার জাল নোট ও ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এজকনকে আটক করেছে রাজনগর থানা পুলিশ।
রবিবার ১৫ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাল টাকা ও ইয়াবা সংঙ্গে জড়িত সন্দেহে গেদন মিয়া নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। রাজনগর থানার অফিসার ইনর্চাাজ আবুল হাসেম জানান, দুপুরে লোক মারফত পুলিশ খবর পায় আক্কেলের বাজার গেদন মিয়ার দোকানে কিছু জাল টাকা ও কয়েকটি পোতলা পড়ে আছে।
পরে পুলিশ ঘটনা স্থলে গিয়ে জাল ১ হাজার টাকার নোটে ৯০ হাজার টাকা ও ২০ পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় দোকান মালিক গেদন মিয়া ও তার ভাই পারভেজ মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদ শেষে গেদন মিয়াকে পুলিশ গ্রেফতার করে। ওসি আরো জানান তার বিরুদ্ধে রাজনগর থানায় আরো ৯ টি মামলা রয়েছে।
আসাদুর রহমান/হাকালুকি