সিলেটের বিশ্বনাথ উপজেলায় এডভোকেট শামীম আহমদের গ্রামের রাস্তার সামনে নামফলকযুক্ত সাইনবোর্ড ভাঙার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১অক্টোবর) মধ্যরাত থেকে ভোর ৫ টার মধ্যে এ ঘটনা ঘটে।
এডভোকেট শামীম আহমদ বিশ্বনাথ থানার তেঘরী গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষ তেরা মিয়ার পুত্র। তিনি সিলেট জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী। তার গ্রামের রাস্তার সামনে নিজের নামে একটি নামফলযুক্ত সাইনবোর্ড টানানো রয়েছে। যা দুর্তবৃত্তরা রাতের আঁধারে ভেঙ্গে দিয়েছে।
এ ব্যাপারে বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৬৪) করা হয়েছে। এ ঘটনায় বিশ্বনাথ থানার এসআই সঞ্জয় লাল দেব ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
এডভোকেট শামিম আহমদ বলেন, দুর্বৃত্তরা রাতের আঁধারে আমার নামের সাইনবোর্ডটি ভেঙ্গে দিয়েছে। বিষয়টি একজন আইনজিবীর সম্মানহানির সমান। শামীম আহমদ বলেন ভাংচুরের মধ্য দিয়ে দুর্বৃত্তরা আমি এবং আমার পরিবাকে হুমকি প্রদান করেছে বলে আমি মনে করি।
হাকালুকি/ডেস্ক