নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক হাসিনা রহমান সিমু-র বিরুদ্ধে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতা। হাসিনা রহমান সিমুর নানা জাফর সাদেক ভুঁইয়া বন্দর থানা জামায়াতের আমির ছিলেন।
২০১৫ সালে আওয়ামীলীগ কেন্দ্রীয় অফিস থেকে নিষেধাজ্ঞা আসে যে যুদ্ধাপরাধী পরিবারের কেউ বা জামায়াতের রাজনীতির সাথে জড়িত পরিবারের কেউ আওয়ামীলীগ করতে পারবে না।
হাসিনা রহমান সিমু জেলা শ্রমিক লীগ সহ নানা সামজিক সংগঠনের সাথে জড়িত। অটিজম নিয়ে কাজ করে যাবার পাশাপাশি নিজের নামে একটি ব্রিদ্ধাশ্রম গড়ে তুলেছেন তিনি। তাঁর নানা জামায়াতের আমির ছিলেন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিমু বলেন ‘আমার নানা জামায়াত করলেও আমি আওয়ামীলীগ করি। বংবন্ধুর ভাষণ আমাকে পাগল করে দেয়। বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে মানুষের পক্ষে রাজনীতি করতে চাই’।