আজ ১৫ আগস্ট ২০১৯ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪’তম শাহাদাত বার্ষিকী ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষ্যে জুড়ী উপজেলা প্রশাসন ও মহিলা অধিদফতরের উদ্যোগে এক শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাঙালি জাতির অধিকার আদায়ের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবের আত্মত্যাগ-কে স্মরণ করে এ র্যালি ও আলোচনা সভায় অংশ নেন জুড়ী উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ, রাজনিতিবিদ, মুক্তিযোদ্ধা ও তরুন সমাজ।
জাতীয় শোক দিবস পালনে আয়োজিত এ শোকসভায় উপস্থিত জুড়ীর কৃতি সন্তান বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। দীর্ঘ বক্তব্যে তিনি স্মরণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কীর্তি গাঁথা।
তারুন্যের অহংকার সিলেটরত্ন এসএম জাকির হোসাইন বঙ্গবন্ধু স্মরণে তার বক্তব্যের এক পর্যায়ে পাঠ করেন কবি নির্মলেন্দু গুণ’এর কালজয়ী কবিতা ‘আজ আমি কারো রক্ত চাইতে আসি নি’…
“সমবেত সকলের মত আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি,
রেসকোর্স পার হয়ে যেতে সেইসব গোলাপের একটি গোলাপ গতকাল
আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি।
আমি তাঁর কথা বলতে এসেছি।
শহিদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট
গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি।
আমি তাঁর কথা বলতে এসেছি।
সমবেত সকলের মত আমিও পলাশ ফুল খুব ভালবাসি,
‘সমকাল’ পার হয়ে যেতে সদ্যফোটা একটি পলাশ গতকাল কানে কানে
আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি।
আমি তাঁর কথা বলতে এসেছি।
শাহাবাগ এভিন্যুর ঘূর্ণায়িত জলের ঝর্ণাটি আর্তস্বরে আমাকে বলেছে,
আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি।
আমি তাঁর কথা বলতে এসেছি।
সমবেত সকলের মত আমারও স্বপ্নের প্রতি পক্ষপাত আছে,
ভালোবাসা আছে, শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল
আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি।
আমি তাঁর কথা বলতে এসেছি।
এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক,
না-ফোটা কৃষ্ণচূড়ার শুষ্ক-ভগ্ন অপ্রস্তুত প্রাণের ঐ গোপন মঞ্জরীগুলো
কান পেতে শুনুক, আসন্ন সন্ধ্যার এই কালো কোকিলটি জেনে যাক;
আমার পায়ের তলার পুণ্য মাটি ছুঁয়ে আমি আজ সেই গোলাপের
কথা রাখলাম, আমি আজ সেই পলাশের কথা রাখলাম,
আমি আজ সে স্বপ্নের কথা রাখলাম।
আমি আজ কারো রক্ত চাইতে আসি নি,
আমি আমার ভালবাসার কথা বলতে এসেছিলাম।”