স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজারের জুড়ীতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন এর সুসাস্থ্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল করেছে তাঁর আত্মীয় ও শুভাকাঙ্ক্ষীগন। বৃহস্পতিবার ১২ নভেম্বর জুড়ীর কৃতি সন্তান এস জাকির হোসাইন এর জন্মদিন উপলক্ষে উপজেলার গোয়ালবাড়ী হাফিজিয়া মাদ্রাসায় তাঁর বড়ভাই মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ শামিম আহমেদ এর উপস্থিতিতে দোয়া পাঠ করেন হাফিজ এনাম উদ্দিন। এ মাহফিলে উপস্থিত থেকে দোয়ায় শরীক হন মৌলভীবাজার জেলা ছাত্রলীগ সহসভাপতি হুমায়ুন রশীদ রাজী, সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমেদ, জাগরণ সমাজ কল্যান সংস্থার আমিনুল ইসলাম রাসেল, সাইফুর রহমান পাভেল, রুহেল আহমেদ, প্রভাত টিভি সম্পাদক ইকবাল খান, জাহিদুল ইসলাম ও মাদ্রাসার শিক্ষার্থীগন। এছাড়া, এস এম জাকিরের জন্মদিন উপলক্ষে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন দেশের জাতীয় পর্যায়ের অনেক পরিচিত রাজনীতিবিদ থেকে তৃনমূলের অসংখ্য নেতাকর্মীরা। ১২ নভেম্বর দিনটি আসলেই ফেসবুক জুড়ে শুধু এস এম জাকির হেসাইন। নিজ এলাকা থেকে সারাদেশে নেতৃত্ব দানকারী একজন কৃতি সন্তান ও আলোকিত, আকর্ষণীয় ব্যক্তিত্ব হিসেবে দেশব্যাপী অসংখ্য কর্মী ও ভক্তদের ভালবাসায় সিক্ত হন এ দিনটিতে। এক ব্যক্তিগত বার্তায় তিনি সকল শুভানুধ্যায়ী ও নেতাকর্মীকে ধন্যবাদ জানিয়ে দোয়া কামনা করেছেন।
এম এইচ / হাকালুকি