শিলুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার্থীদের মধ্যে ছাতা ও জ্যামিতি বক্স বিতরন
শিলুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার্থীদের মধ্যে ছাতা ও জ্যামিতি বক্স বিতরন
নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২, ২০১৯
জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের শিলুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার্থীদের মধ্যে ছাতা ও জ্যামিতি বক্স বিতরনী অনুষ্ঠান আজ সোমবার জাঁকজমকপূর্ণ বর্নাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্টিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক তাজ উদ্দিন আহমদের সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মাঈদ ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, গোয়ালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শাহাব উদ্দিন আহমদ লেমন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, পরিদর্শক, অধ্যক্ষ, কলেজ গভর্নিং বডির সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে মাধ্যমিক বিদ্যালয় ও শিলুয়া কলেজের প্রায় ৮ শতাধিক শিক্ষার্থীদের মধ্যে গোয়ালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শাহাব উদ্দিন আহমদ লেমনের উদ্যোগে সকল শিক্ষার্থীদের মাঝে ছাতা ও জ্যামিতি বক্স বিতরন করা হয়।