স্টাফ রিপোর্টার :: র্যাব-৯ এর অভিযানে অভিনব কায়দায় পিকআপ ড্রামের ভিতর লুকিয়ে গাঁজা বহনকালে শ্রীমঙ্গল কোম্পানির হাতে আটক-২জন মাধক চোরাকারবারী (০৫ নভেম্বর) সময় সকাল ৭টায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার আশিদ্রোন ইউনিয়নের বিলাসের পাড় যাত্রী ছাউনীর সামনে থেকে অভিনব কায়দায় ০১ টি পিকআপ-এ ০৬ টি প্লাষ্টিক ড্রামের মধ্যে সুকৌশলে লুকিয়ে রাখা ০৮ কেজি ১০০ গ্রাম গাঁজা জব্দসহ ০২ মাদক কারবারি মো. হারুন মিয়া(৪২) পিতা-মৃত আইয়ুব আলী, সাং আদাঐর, থানা- মাধবপুর, জেলা-হবিগঞ্জ ও নিকেশ দাস(৩০) পিতা-নরেশ দাস, সাং-গোয়ালনগর, থানা-মাধবপুর, জেলার-দ জনকে গ্রেফতার করা হয়।
উল্লিখিত ঘটনায় র্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে আলামত সহ আসামিদ্বয়কে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করেন পরবর্তী তাদের বিরোদ্ধে মাদক আইনে মামলা করা হয়।
ইবাদুর রহমান / দৈনিক হাকালুকি