নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জ সদর উপজেলায় হিন্দু ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার বাহিনীর ৬-টি মোবাইল টিমের মাধ্যমে সার্বিকভাবে ৬০-জন আনসার দ্বারা সার্বক্ষণিক মোবাইল টিম কাজ করছে। এ বছর সুনামগঞ্জ সদর উপজেলায় মোট ৪৫-টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
এসব মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতি টিমে ১০-জন করে আনসার বাহিনীর সদস্যরা কাজ করছেন।
সুনামগঞ্জ জেলা আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট এনামুল খাঁনের নির্দেশনায় ও সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ সাজ্জাদ হোসেন সেলিমের সার্বিক তত্ত্বাবধানে মোবাইল টিমগুলো প্রস্তুত করা হয়।এই ৬-টি টহল টিম সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে।
জেলা কমান্ড্যাট এনামুল খাঁন এর নির্দেশনায় সহকারী জেলা কমান্ড্যান্ট সাজ্জাদ হোসেন সেলিম এর সার্বিক তত্ত্বাবধানে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা অরুণ কান্তি পাল এবং উপজেলা ইন্সট্রাক্টর আবদুল ওয়াহাব এর তত্ত্ববধানে টহল টিম সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছেন।
জাকির মনির / দৈনিক হাকালুকি