• ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ সদর উপজেলায় পূজামণ্ডপের নিরাপত্তায় কাজ করছে আনসার বাহিনীর ৬টি মোবাইল টিম

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২০
সুনামগঞ্জ সদর উপজেলায় পূজামণ্ডপের নিরাপত্তায় কাজ করছে আনসার বাহিনীর ৬টি মোবাইল টিম

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জ সদর উপজেলায় হিন্দু ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার বাহিনীর ৬-টি মোবাইল টিমের মাধ্যমে সার্বিকভাবে ৬০-জন আনসার দ্বারা সার্বক্ষণিক মোবাইল টিম কাজ করছে। এ বছর সুনামগঞ্জ সদর উপজেলায় মোট ৪৫-টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

এসব মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতি টিমে ১০-জন করে আনসার বাহিনীর সদস্যরা কাজ করছেন।

সুনামগঞ্জ জেলা আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট এনামুল খাঁনের নির্দেশনায় ও সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ সাজ্জাদ হোসেন সেলিমের সার্বিক তত্ত্বাবধানে মোবাইল টিমগুলো প্রস্তুত করা হয়।এই ৬-টি টহল টিম সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে।

জেলা কমান্ড্যাট এনামুল খাঁন এর নির্দেশনায় সহকারী জেলা কমান্ড্যান্ট সাজ্জাদ হোসেন সেলিম এর সার্বিক তত্ত্বাবধানে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা অরুণ কান্তি পাল এবং উপজেলা ইন্সট্রাক্টর আবদুল ওয়াহাব এর তত্ত্ববধানে টহল টিম সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছেন।

জাকির মনির / দৈনিক হাকালুকি