• ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

ইউপি নির্বাচনে অংশগ্রহনে বাধ্যতামূলক শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্ক

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০১৯
ইউপি নির্বাচনে অংশগ্রহনে বাধ্যতামূলক শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্ক

জে আই জায়েদ :: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে এইচএসসি পাস এবং মেম্বার পদপ্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা এসএসসি নির্ধারণ করা হয়েছে বলে একটি গুজব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। পরে সরকারের এক বিবৃতিতে গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নামে খোলা একটি ভুয়া ফেসবুক আইডি থেকেই ওই গুজব ছড়ানো হয়। পোস্টে লেখা আছে- ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে হলে চেয়ারম্যান পদের যোগ্যতা এইচএসসি ( উচ্চ মাধ্যমিক) এবং মেম্বার পদের জন্য এসএসসি (মাধ্যমিক) পাস নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে সরকার। ফেসবুক ব্যবহারকারীরা সেটি শেয়ার করতে থাকেন। এর ফলে সেটি ভাইরাল হয়। এমনতাবস্থায় সরকারের পক্ষ থেকে জনগণকে সতর্ক থাকা এবং গুজবে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারের এক তথ্যবিবরণীতে বলা হয়েছে, যে খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।

হাকালুকিডটনেট/২২সেপ১৯