ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূরসহ কয়েকজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন এই বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী।
লালবাগ বিভাগের উপকমিশনার বিপ্লব বিজয় তালুকদার এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আজ সোমবার বিপ্লব বিজয় তালুকদার প্রথম আলোকে বলেন, অভিযোগকারী ও অভিযুক্তদের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এ ঘটনায় আসামি একাধিক। রোববার রাতে বাদী হয়ে অভিযোগকারী লালবাগ থানায় মামলা করেন।
অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান লালবাগ বিভাগের উপকমিশনার।
নুরুল হক নূর ২০১৮ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা মঞ্চের যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরে বছর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে তিনি ভিপি নির্বাচিত হয়েছিলেন।
তথ্যঃ প্রথম আলো
হাকালুকি/ডেস্ক