• ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে রজব, ১৪৪৬ হিজরি

কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছিলেন জিয়াউর রহমান- আবু নাসের মোঃ রহমাতুল্লাহ

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৫
কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছিলেন জিয়াউর রহমান- আবু নাসের মোঃ রহমাতুল্লাহ

বরিশাল প্রতিনিধি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটেছিল বলে জানিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা আবু নাসের মোঃ রহমাতুল্লাহ। তিনি বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল সদর উপজেলা বিএনপি’র ১ নং সদস্য।

গতকাল (১৭ জানুয়ারি) বিকেল ৪ টায় বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের বালুর মাঠ বাজার সংলগ্ন এলাকায় আয়োজিত কৃষক সমাবেশের মুল বক্তব্য পাঠকালে এসব কথা বলেন তিনি। এসময় আবু নাসের বলেন, বাংলাদেশের উন্নয়নে কৃষির অবদান গুরুত্বপূর্ণ। আর এর উৎপাদনে ভুমিকা রাখছেন কৃষকরা। কৃষিক্ষেত্রের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ব্যাপক উন্নয়ন সাধন করেছেন। কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করেছিলেন তিনি।

স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কৃষকদের উন্নয়নে নানামুখী উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে বাস্তবায়ন করেছেন জিয়াউর রহমান। বক্তব্য পাঠকালে তিনি আরও বলেন, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর এক মহা সংকটে নিপতিত হয় আমাদের এই প্রিয় মাতৃভূমি। সফলা, শস্য শ্যামলা আমাদের এই উর্বরা বাংলাদেশ শুরুতেই এক দূর্ভিক্ষের কবলে নিপতিত হয়। ১৯৭৫ সালের মর্মান্তিক পট পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান দেশ ও দেশের মানুষের প্রয়োজনে দায়িত্বভার গ্রহণ করেন। দুর্ভিক্ষ কবলিত এই দেশের মানুষের মুখে একমুঠো খাবার তুলে দেয়ার জন্য কৃষি ক্ষেত্রে কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। ফলে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশে সবুজ বিপ্লবের শুরু হয় এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশে খাদ্য রপ্তানী শুরু করে।

এছাড়া বিশেষ কৃষি ঋণ কর্মসূচী, জাতীয় বীজ অধ্যাদেশ, কৃষি সংস্কার কর্মসূচীসহ কৃষি ও কৃষকদের উন্নয়নে নানাবিধ উদ্যোগ গ্রহণ করেন জিয়াউর রহমান। জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে ৩ মাসব্যাপী সারাদেশে ইউনিয়ন পর্যায়ের কর্মসুচীর অংশ হিসেবে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

চরবাড়িয়া ইউনিয়নের কৃষকদলের আহবায়ক মোঃ সাজেদুল ইসলাম সুমনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন দক্ষিন জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট আবুল কালাম শাহীন, সদর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জিয়াউল ইসলাম সাবু, সদস্য সুরুজ আহমেদ, জেলা কৃষকদলের আহবায়ক এইচ এম মহসীন আলম, সদস্য সচিব শফিউল আলম শফরুল, সদর উপজেলা কৃষকদলের সভাপতি মারুফ আহমেদ নান্না, সাধারন সম্পাদক মোঃ রুবেল হোসেন হাওলাদার , সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম আকন, সদর উপজলা যুবদলের সদস্য সচিব আলী হায়দার, সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্বাস আকন প্রমুখ।

January 2025
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031