• ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে রজব, ১৪৪৬ হিজরি

‘তিতাসের অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান: সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায়’

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২৫
‘তিতাসের অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান: সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায়’

অভিযান ০১:
তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ এর নেতৃত্বে ও তিতাস মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-৩ এর সহযোগিতায় আজ খিলগাঁও, বাসাবো ও সবুজবাগে অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে খিলগাঁও তিলপাপাড়া ঝিলপাড় মসজিদের পাশে তিনটি বাড়ীতে অবৈধভাবে গ্যাস ব্যবহারের করায় ১০০ ফুট ৩/৪” সার্ভিস লাইন ডাউন করে কিল করা হয়েছে। এতে ৬০টি ডাবল চুলার ১২৬০ সিএফটি গ্যাস ব্যবহার বন্ধ করা সম্ভব হয়েছে এবং ছয়টি ডাবল বার্নারের চুলা জব্দ করা হয়েছে।

অভিযানের দ্বিতীয় পর্যায়ে সবুজবাগের শাহজালাল হোটেল এন্ড রেস্টুরেন্ট কতৃক ২০০ সিএফটি/ঘন্টা গ্যাস অবৈধভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করায় সার্ভিস লাইন ডাউন দিয়ে কিল করা হয়েছে। অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় উক্ত প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের মাধ্যমে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ মোতাবেক ১,০০,০০০/- (এক লক্ষ টাকা) অর্থদণ্ড প্রদানপূর্বক তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়েছে।

অভিযান ০২:
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে আজ অপর একটি অভিযানে জোবিঅ-আশুলিয়ার আওতাধীন সুরাবাড়ি, কাশিমপুর, গাজীপুর এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ করা হয়েছে।

অভিযানে চারটি স্পটে প্রায় ২ কিলোমিটার দৈর্ঘ্যের বিতরণ লাইন ও ৬০০টি অবৈধ আবাসিক গ্যাস বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ২ ইঞ্চি ব্যাসের ১০০ ফুট, ১ ইঞ্চি ব্যাসের ৪০০ ফুট (MS Pipe), ১ ইঞ্চি ব্যাসের ৩০০ ফুট (Plastic Pipe) ও ৩/৪ ইঞ্চি ব্যাসের ১৮৪ ফুট (MS Pipe) সহ সর্বমোট ৯৮৪ ফুট পাইপ উত্তোলনপূর্বক অপসারণ করা হয়েছে।

উল্লেখ্য, শ্রীপুর-কাশিমপুর ৮”x১৪০ পিএসআইজি বিতরণ লাইন হতে নিম্নমানের পাইপ দ্বারা অবৈধ বিতরণ লাইনসমূহ স্থাপন করা হয়েছিল।

এছাড়াও একটি পৃথক মামলায় ভাই ভাই হোটেল এন্ড রেস্টুরেন্ট নামীয় একটি হোটেল কর্তৃপক্ষকে মোবাইল কোর্টের মাধ্যমে ৭০,০০০/- (সত্তুর হাজার টাকা) অর্থদণ্ড প্রদানপূর্বক তাৎক্ষণিক তা আদায় করা হয়েছে।

January 2025
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031