• ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে রজব, ১৪৪৬ হিজরি

নোয়াখালী জেলার চাটখিল থানা পুলিশের বিশেষ অভিযানে ১,৬০০ (এক হাজার ছয় শত) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২৫
নোয়াখালী জেলার চাটখিল থানা পুলিশের বিশেষ অভিযানে ১,৬০০ (এক হাজার ছয় শত) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

গত ১৯/০১/২৫ ইং তারিখ ২৩:৩৫ ঘটিকায় নোয়াখালী জেলার পুলিশ সুপার জনাব মোঃ আব্‌দুল্লাহ্‌-আল-ফারুক মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, জনাব মনীষ দাশ, সহকারী পুলিশ সুপার, চাটখিল সার্কেল এর তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী, অফিসার ইনচার্জ, চাটখিল থানা, নোয়াখালী এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র)/মোঃ আলমগীর হোসেন, এসআই (নিরস্ত্র)/মোঃ শাহজাহান, এএসআই(নিরস্ত্র) মোঃ বিল্লাল হোসেন, এএসআই (নিরস্ত্র) রিপন কান্তি দাশ,এএসআই (নিরস্ত্র) আঃ আলীম ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল থানাধীন ০১ নং শাহাপুর ইউপিস্থ ০৪ নং ওয়ার্ডের প্রসাদপুর (ইসমাইল পালের বাড়ী) সাকিনস্থ ধৃত ০২ নং আসামীর দো-চালা টিনের বসত ঘরের শয়ন কক্ষের ভিতরে অভিযান পরিচালনা করিয়া আসামী ০১। আসমা বেগম (৩৪), পিতা- নুরুজ্জামান, স্বামী- মোঃ ইউনুছ প্রকাশ ইউনুছ ফকির, মাতা- কহিনুর বেগম, সাং- রাজারামপুর (আলতু মিয়ার বাড়ী), ওয়ার্ড নং-০২, ০৭ নং মোহাম্মদপুর ইউপি, থানা- সেনবাগ, জেলা- নোয়াখালী,বর্তমান-সাং- অহিদ ম্যানশন,২৪২/২, পুরাতন পুলিশ কোয়াটার্স, ওয়ার্ড নং-১৬, ফেনী পৌরসভা, থানা- ফেনী সদর, জেলা- ফেনী, পিতার স্থায়ী ঠিকানা- নাংলাপাতা (আব্দুর রশিদ ফরাজী বাড়ি), ০৫ নং ওয়ার্ড, ০৮ নং চরকলমী ইউনিয়ন, পোঃ আঞ্জুর হাট, থানা- চর ফ্যাশন, জেলা- ভোলা, ০২। পারভীন আক্তার (৪০), স্বামী- সুজায়েত উল্যাহ প্রঃ সুজন প্রঃ সুজা, মাতা- মৃত ফজরের নেছা, সাং- প্রসাদপুর ( ইসমাইল পালের বাড়ী), ০৪ নং ওয়ার্ড, ০১ নং শাহাপুর ইউপি, থানা- চাটখিল, জেলা- নোয়াখালীদ্বয়দের হেফাজত হইতে ১,৬০০ (এক হাজার ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক এসআই (নিরস্ত্র) মোঃ আলমগীর হোসেন জব্দ করেন। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদক উদ্ধার সংক্রান্তে অভিযান অব্যাহত আছে।

January 2025
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031