অদ্য ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত হলো ব্লু স্কাই- স্পেশাল চাইল্ড স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিজয় পিঠা উৎসব। বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) ও আদার্স ওমেন এন্ড চিলড্রেন ক্লাবের (OWCC) সম্মানিত সভানেত্রী সালেহা খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত অনুষ্ঠান উপভোগ করেন। আগমনের প্রাক্কালে একজন বিশেষায়িত শিশু সম্মানিত প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। বাফওয়ার সম্মানিত সভানেত্রী বিশেষ শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানটি দেখে আবেগআপ্লুত হয়ে পড়েন। তিনি তাঁর বক্তব্যে এই অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করার জন্য অধ্যক্ষ, সকল শিক্ষক -শিক্ষিকাসহ অভিভাবকবৃন্দদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি প্রতিটি শিক্ষার্থীর সাথে হাত মিলিয়ে তাঁদের চকলেট উপহার দেন এবং আলোকচিত্রে অংশগ্রহণ করেন। সম্মানিত সভানেত্রী শিক্ষার্থীদের বেতন তুলনামূলকভাবে বেশি অনুধাবন করেন এবং অভিভাবকবৃন্দের পক্ষ হতে গভর্নিং বডিকে শিক্ষার্থীদের বেতন কমানোর জন্য অনুরোধ জানান।
উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় বাফওয়ার সহ-সভানেত্রীবৃন্দ, অধিনায়ক বিমান সদর দপ্তর, অধ্যক্ষ, সিনিয়র লিয়াজোঁ কর্মকর্তা, কেন্দ্রীয় বাফওয়ার সদস্যবৃন্দসহ সকল শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।