• ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে রজব, ১৪৪৬ হিজরি

মনোহরদীতে প্রবাসীদের অর্থায়নে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৫
মনোহরদীতে প্রবাসীদের অর্থায়নে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ

মো.এমরুল ইসলাম,নরসিংদীঃ

নরসিংদীর মনোহরদীতে প্রবাসীদের অর্থায়নে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার(১৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার খিদিরপুর ইউনিয়নের অন্তর্গত ডোমনমারা গ্রামের প্রবাসীদের অর্থায়নে পরিচালিত ডোমনমারা জাতীয়তাবাদী প্রবাসী সংঘ কর্তৃক অসহায় দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

সংগঠনটির প্রধান উপদেষ্টা সামসুল ইসলাম (মুসলিম)গণমাধ্যমকে জানান,সংগঠনটির মূল উদ্দেশ্য হলো সমৃদ্ধ ও সমাজ বিনির্মানে যুব সমাজকে মাদক,সন্ত্রাস,দুর্নীতি,নিরক্ষরতা দূর করা,আর্থসামাজিক উন্নয়নে গরীব-দুঃখীদের পাশে থাকা।তিনি আরো জানান,ইতি পূর্বেও এই সংগঠনের মাধ্যমে আমরা বিভিন্ন সেবামূলক কার্যক্রম করে আসছি এবং ভবিষ্যতেও মনোহরদী-বেলাব আসনের সাবেক সংসদ সদস্য,বীর মুক্তিযোদ্ধা,আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল সাহেবের নেতৃত্বে এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখবো।ইনশাআল্লাহ্

সংগঠনের প্রধান উপদেষ্টা সামসুল ইসলাম(মুসলিম)এর সভাপতিত্বে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাবীবুর রহমান হাবীব এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খিদিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল ফজল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিক মাষ্টার,মনতলা সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও উপজেলা বিএনপির সম্মানিত সদস্য মাও.বাকিউল ইসলাম বাকি,ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ,দরগাহ্ বাজার পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম দোলন,কৃষ্ণপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সোহাগ প্রমূখ।

এসময় অন্যান্যের মধ্যে খিদিরপুর ইউনিয়ন বিএনপির ৪ নং ওয়ার্ডের সভাপতি মাইনউদ্দীন মেম্বার,সংগঠনের উপদেষ্টা ও ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক,মোঃরাসেল মিয়া,৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইসমাইল হোসেন লিটন,সংগঠনের উপদেষ্টা সজিব মিয়া,ইউনিয়ন ছাত্রদল নেতা মিজানসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ,সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

January 2025
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031