• ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে রজব, ১৪৪৬ হিজরি

‘মাস্টারিং কমপ্লায়েন্স: ইন্সসাইটস অ্যান্ড স্ট্যাটেজিস ফর সোর্সিং অ্যান্ড সেলস লিডার্স ইন রেস্পন্সিবল টেক্সটাইলস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৫
‘মাস্টারিং কমপ্লায়েন্স: ইন্সসাইটস অ্যান্ড স্ট্যাটেজিস ফর সোর্সিং অ্যান্ড সেলস লিডার্স ইন রেস্পন্সিবল টেক্সটাইলস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পরিবেশবান্ধব সাপ্লাই চেইনের উপর জোর দিতে হবে।কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) এবং দ্যা সাব-কাউন্সিল অব টেক্সটাইল ইন্ডাস্ট্রি, চায়না কাউন্সিল ফর দ্যা প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি টেক্স চায়না) এর যৌথ আয়োজনে ১৫-১৮ জানুয়ারি, চার দিনব্যাপী চলছে ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০২৫ – উইনটার এডিশন। একইসাথে অনুষ্ঠিত হচ্ছে ৭ম ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো ২০২৫।

প্রদর্শনী চলাকালীন ১৫ জানুয়ারি বিকাল ৩টা থেকে ৪:৩০টা পর্যন্ত জিসিএল ইন্টারন্যাশনাল লিমিটেডের সহ-আয়োজনে অনুষ্ঠিত হয় ‘মাস্টারিং কমপ্লায়েন্স: ইন্সসাইটস অ্যান্ড স্ট্যাটেজিস ফর সোর্সিং অ্যান্ড সেলস লিডার্স ইন রেস্পন্সিবল টেক্সটাইলস’ শীর্ষক সেমিনার।

সেমিনার পরিচালনা করেন সেমস-গ্লোবালের চিফ কনসালট্যান্ট ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মো. মামুন হাবীব পিএইচডি। সেমিনারে আরও বক্তব্য রাখেন মো. রোকনুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক, রোটেক্স বাংলাদেশ লিমিটেড; মো. নুর-ই-আলম অনিক, ডেপুটি রিজিওনাল ম্যানেজার (দক্ষিণ এশিয়া), জিসিএল ইন্টারন্যাশনাল এবং ফারজানা মিতা, সহযোগী অধ্যাপক, অ্যাডিশনাল হেড, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (এএমএমটি), শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি। সেমিনারে বিভিন্ন সেক্টরের দেড় শতাধিক অংশগ্রহণকারী অংশ নেন।

বক্তারা আপস্ট্রিম কার্যক্রম, ডাউনস্ট্রিম কার্যক্রম এবং এর মূল বিষয়গুলো নিয়ে কথা বলেন। রিসাইক্লিং সাপ্লাই চেইন, রিভার্স লজিস্টিকস, গ্লোবাল সাপ্লাই চেইন চ্যালেঞ্জ প্রভৃতি নিয়েও কথা বলেন। বক্তারা টেক্সটাইল সোর্সিংয়ের জন্য টেকসই সোর্সিং কৌশলের মূল বিষয়গুলি এবং পরিবেশবান্ধব সাপ্লাই চেইনের উপর গুরুত্বারোপ করেন। একইসাথে খরচ এবং সময়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা, বিশ্বায়ন এবং প্রযুক্তির কার্যকর ব্যবহারে জোর দেন।

উল্লেখ্য, বাংলাদেশ, দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক টেক্সটাইল এবং পোশাক শিল্প সংশ্লিষ্টদের অংশগ্রহণে ১৫-১৮ জানুয়ারি ২০২৫ চার দিনব্যাপী প্রতিদিন সকাল ১০.০০টা থেকে সন্ধ্যা ৭.০০টা পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), কুড়িল, ঢাকায় এ দুটি আন্তর্জাতিক প্রদর্শনী চলবে। প্রদর্শনীদ্বয়ে ৬৫০টির বেশি বুথ নিয়ে ১৫টিরও অধিক দেশের প্রায় ৩২৫টি কোম্পানি অংশগ্রহণ করেছে।

January 2025
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031