• ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে রজব, ১৪৪৬ হিজরি

লক্ষ্মীপুরে বর্ধিত ভ্যাট ও শুল্ক কর প্রত্যাহারের দাবিতে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৫
লক্ষ্মীপুরে বর্ধিত ভ্যাট ও শুল্ক কর প্রত্যাহারের দাবিতে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন

জুনায়েদ আহম্মেদ, লক্ষ্মীপুরঃ

বর্ধিত ১৫% ভ্যাট ও ১০% এসডি প্রত্যাহারের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে সংগঠনটির জেলা শাখার উদ্যোগে প্রায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি লক্ষ্মীপুরের জেলা সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে 

মানববন্ধনে সেক্রেটারি সাইফুল আলম পারভেজ, সহসভাপতি নারায়ণ ঘোষ, ক্যাশিয়ার স্বপন পোদ্দারসহ জেলার বিভিন্ন রেস্তোরার মালিক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্কের চাপে সংকটে পড়েছে বাংলাদেশের রেস্তোরাঁ ব্যবসা। লক্ষ্মীপুরে রেস্তোরাঁগুলোতে প্রায় সাড়ে তিন হাজার কর্মচারী কাজ করে তাদের সংসার চালায়। বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধির প্রভাব রেস্তোরাঁ মালিকদের পাশাপাশি এই পেশায় জড়িত সবার উপরেই পড়বে। এ সময় বক্তারা আরো বলেন, ভোক্তা দিবে ভ্যাট। তাই ভ্যাট আদায়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। ভ্যাট ও শুল্ক কর সহনীয় পর্যায়ে রেখে জেলায় অনুমোদনহীন মিনি চাইনিজ ও ভ্রাম্যমান স্ট্রিট ফুড দোকানগুলোকে নিবন্ধনের আওতায় আনারও দাবি জানান বক্তারা।

January 2025
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031