• ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে রজব, ১৪৪৬ হিজরি

শিক্ষার্থীদের সফল ক্যারিয়ার গড়ার সহযোগিতায় ইউসিবি ও প্রাইম ব্যাংকের যৌথ উদ্যোগ

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৪
শিক্ষার্থীদের সফল ক্যারিয়ার গড়ার সহযোগিতায় ইউসিবি ও প্রাইম ব্যাংকের যৌথ উদ্যোগ

ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি) এবং প্রাইম ব্যাংক পিএলসি’র মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। যার ফলে ইউসিবি স্নাতকেরা নিজেদের ক্যারিয়ারের ভিত্তি আরও মজবুত করে তুলতে প্রাইম ব্যাংকের বিশেষ সহযোগিতা পাবেন। আজ ১০ ডিসেম্বর মঙ্গলবার ঢাকায় গুলশানে ইউসিবি ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার সমন্বিত উদ্যোগ নেয় ইউসিবি ও প্রাইম ব্যাংক।

চুক্তির আওতায় ইউসিবি’র শিক্ষার্থীরা প্রাইম ব্যাংক পিএলসি’তে প্লেসমেন্ট ও ইন্টার্নশিপের সুবর্ণ সুযোগ পাবেন। এছাড়াও প্রাইম ব্যাংকের অধীনে বিভিন্ন ট্রেনিং সেশন, নলেজ-শেয়ারিং প্রোগ্রাম, গেস্ট লেকচার, ও মেন্টরশিপের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের পেশাগত দক্ষতা আরও শাণিত করে তুলতে পারবেন।

প্রাইম ব্যাংক পিএলসি’র পক্ষ থেকে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাজিম এ চৌধুরী; এবং ডিএমডি ও হেড অব এইচআরডি জিয়াউর রহমান। ইউসিবি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন এসটিএস গ্রুপের সিইও মানস সিং; সিওও কিংশুক গুপ্ত; এসটিএস ক্যাপিটাল লিমিটেডের সিএফও এস এম রাহমাতুল মুজিব, সিএফএ; হেড অব ফাইন্যান্স মুস্তাফা ওয়াকি চৌধুরী, সিএফএ; এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এস এম রিসালাত রহমান।

চুক্তি প্রসঙ্গে এসটিএস গ্রুপ সিইও মানস সিং বলেন, ‘শিক্ষার্থীদের জন্য দেশের মাটিতে বিশ্বমানের শিক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের একাডেমিক শিক্ষাকে আরও কার্যকরী করে তোলার লক্ষ্যে পেশাদারি অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করছে ইউসিবি। এই উদ্যোগের মাধ্যমে আরও দক্ষ ও বাজারমুখী জনসম্পদ তৈরি হবে বলে আমরা আশাবাদী।’

প্রাইম ব্যাংকের ডিএমডি নাজিম এ চৌধুরী বলেন, ‘ইন্ডাস্ট্রি ও একাডেমিয়া’র মেলবন্ধন সৃষ্টিতে ইউসিবি’র এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এর ফলে নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোও দক্ষ ও বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন মেধাবীদের খুঁজে পাবে। আমরা ইউসিবি শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়নে তাদেরকে হাতে-কলমে শিক্ষা ও দিকনির্দেশনা প্রদান করতে অত্যন্ত আগ্রহী।’

বাংলাদেশের সম্ভাবনাময় শিক্ষার্থীদের জন্য মোনাশ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লন্ডন (এলএসই), এবং ইউসিএলএন-এর মত বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন ও ডিগ্রি অর্জনের পথ তৈরি করছে ইউসিবি। দেশের শীর্ষ ইন্টারন্যাশনাল এডুকেশন প্রোভাইডার প্রতিষ্ঠানটি ভিন্ন ভিন্ন একাডেমিক যোগ্যতার শিক্ষার্থীদের জন্য যথাযথ একাডেমিক ও ক্যারিয়ার সুযোগ তৈরির লক্ষ্যে নানা ধরণের কর্মসূচিও আয়োজন করে থাকে। ইউসিবি সম্পর্কে আরও জানতে ভিজিট করুন https://ucbbd.org/.

January 2025
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031