• ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে রজব, ১৪৪৬ হিজরি

‘অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে মিরপুর ও ডেমরায় তিতাসের অভিযান: জরিমানা ও বকেয়া আদায়’

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৫
‘অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে মিরপুর ও ডেমরায় তিতাসের অভিযান: জরিমানা ও বকেয়া আদায়’

অভিযান ০১:
আজ মেঢাবিবি-৪ এ তিতাস গ্যাস টি এন্ড ডি পিএলসি এর আওতাধীন মিরপুর জোনে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় এর নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানে মিরপুরের রূপনগরে আলহামদুলিল্লাহ ওয়াশিং, এসবি ফ‍্যাশান এন্ড ডিজাইন, কেএম ওয়াশিং প্লান্ট, স্বপ্ন ওয়াশিং এন্ড ডাইয়িং, জেএস লন্ড্রি ফ্যাশন ও ভাই ভাই ইন্টারন‍্যাশনাল নামক প্রতিষ্ঠানসমূহের ৫টি বয়লার ও ২৯টি ড্রায়ারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে লাইন কিলিং করা হয়েছে।

অভিযানে আবাসিক শ্রেণিতে অবৈধভাবে ১২টি ডাবল চুলায় গ্যাস ব্যবহার করায় সংযোগটি বিচ্ছিন্ন এবং একজন গ্রাহকের ৭৫,২০০/- টাকা বকেয়া আদায় করা হয়। উল্লেখ্য, সর্বমোট বিচ্ছিন্নকৃত গ‍্যাস লোডের পরিমাণ ২৩,৯৫২ সিএফটি/ঘন্টা।

অভিযানে ৫০ ফুট ৩/৪ ইঞ্চি এম.এস পাইপ, ৬০ ফুট ৩/৪ ইঞ্চি জিআই পাইপ, ৩৫ ফুট ১ ইঞ্চি এমএস পাইপ, ১টি বুস্টার, ১টি বুস্টার বক্স, ৩টি রেগুলেটর সেট, ৪টি ১ ইঞ্চি ভালভ ও ২টি সিসি ক্যামেরার হার্ড ডিস্ক জব্দ করা হয়েছে।

অভিযানে স্বপ্ন ওয়াশিং কারখানাকে ৪০ হাজার টাকা এবং কেএম ওয়াশিং কারখানাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিক তা আদায় করা হয়। বাকি কারখানাগুলোতে কাউকে না পাওয়ায় কোনোরূপ দণ্ড প্রদান করা সম্ভব হয়নি।

অভিযান ০২:
মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-১ (ডেমরা) এর সার্বিক সহযোগিতায় বিদ্যুৎ ও জ্বালানি বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ এর নেতৃত্বে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযানের অংশ হিসেবে আজ ডেমরার ঠুলঠুলিয়ায় আরো একটা অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে নিউ কালার ওয়াশিং কারখানা, এশিয়ান প্লাস বেকারি, নিউ জিন্স ওয়াশিং কারখানা, একটি চুন কারখানা ও একটি অবৈধ আবাসিকের মোট ৬টি ড্রায়ার, ১টি ওভেন ও ৫টি পাইপ বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করে লাইন কিলিং করা হয়। এতে প্রায় ২৮৫০ সিএফটি গ্যাস সাশ্রয় হয়েছে। এ সময় ১০০ ফুট ৩/৪ ইঞ্চি পাইপ, ৬০ ফুট ২ ইঞ্চি পাইপ, একটি কম্প্রেসার ও একটি আবাসিক রেগুলেটর জব্দ করা হয়।

অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় মোবাইল কোর্ট-এর মাধ্যমে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী এশিয়ান প্লাস বেকারিকে ২০ হাজার টাকা এবং নিউ জিন্স ওয়াশিং কারখানাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বাকি ২টি প্রতিষ্ঠানের কাউকে পাওয়া না যাওয়ায় দণ্ডের আওতায় আনা সম্ভব হয়নি।

January 2025
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031