• ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে রজব, ১৪৪৬ হিজরি

আবাসন খাতে সৎ নীতি বজায় রেখে সর্বোচ্চ সেবার প্রতিশ্রুতি নিয়ে রিহ্যাব মেলা-২৪ এ অংশ নিল ফাইন হোমস লিমিটেড

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২৪
আবাসন খাতে সৎ নীতি বজায় রেখে সর্বোচ্চ সেবার প্রতিশ্রুতি নিয়ে রিহ্যাব মেলা-২৪ এ অংশ নিল ফাইন হোমস লিমিটেড

রিপোর্ট: রাজীব-তাজ

রাজধানী ঢাকার বিআইসিসি এক্সিবিশন সেন্টারে জমজমাটভাবে চলছে দেশের আবাসন ব্যবসা খাতের বৃহত্তম প্রদর্শনী রিহ্যাব মেলা-২০২৪। চলবে আগামী ২৭ ডিসেম্বর রাত ১০ টা পর্যন্ত। এক ছাদের নীচে বিভিন্ন আবাসন প্রতিষ্ঠানের মধ্যে ফাইন হোমস লিমিটেড চমকপ্রদ সব আবাসন প্রজেক্ট নিয়ে এবারের রিহ্যাব মেলায় অংশগ্রহণ করেছে। ক্রেতা দর্শনার্থীদের দারুণ সাড়া প্রাপ্ত হয়েছে ফাইন হোমস। উল্লেখ্য, এ বছরই রিহ্যাবের সদস্যপদ লাভ করলেও আবাসন খাতে ফাইন হোমস এর ব্যবসা ২০১৬ সাল থেকেই। ইতিমধ্যে প্রতিষ্ঠানটি ঢাকার বসুন্ধরা আবাসিক, জলসিড়ি, বাড্ডা, বসিলা, মিরপুর, মোহাম্মাদপুর এবং পুরান ঢাকায় বিভিন্ন আবাসিক প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করেছে এবং যথাসময়ে তা ক্রেতাদের হস্তান্তর করেছে। মূলত ক্রেতাদেরকে যথার্থ সেবাপ্রদান, পরিবেশ বান্ধব সব প্রয়াস ও রাজউকের নীতিমালা যথাযথ অনুসরণে ফাইন হোমস অত্যন্ত সজাগ।

মেলায় কথা হয় ফাইন হোমস এর মার্কেটিং ও সেলস এডভাইজার ইঞ্জিনিয়ার এম এম এ শাহজাহান এর সাথে। তিনি জানান- “আমরা নীতি নৈতিকতাকে অত্যন্ত গুরুত্ত্ব দিচ্ছি৷ সম্মানিত ফ্ল্যাট ক্রেতাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত সেবা প্রদান করতে চায় ফাইন হোমস। নির্ধারিত সময়ের মধ্যে ফ্ল্যাট, বিল্ডিং বা প্রজেক্ট হস্তান্তরে নিয়মিতভাবে গুরুত্ত্ব দিচ্ছি। যথাসম্ভব অত্যাধুনিক নকশা ও উত্তম উপকরণ নিশ্চিত করার মাধ্যমে আমাদের সব ধরণের আবাসন প্রজেক্টগুলো সম্মানিত ক্রেতাদের হাতে তুলে দিয়েছি এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখব। ক্রেতাসাধারণ যেন তাদের সাধ্যের মধ্যে সেরা বিলাসবহুল ফ্ল্যাট পেতে পারে, সেটি সুনিশ্চিত করতে ফাইন হোমস লিমিটেড বদ্ধপরিকর। ক্রেতা-বিক্রেতা সবাই উইন-উইন অবস্থানে থাকুক, এবং ব্যক্তি পর্যায় থেকেই ভালোর প্রতি সচেতনতা ও পরিবর্তন অব্যাহত থাকুক- ফাইন হোমস এটাই কামনা করে। সাম্য ও সহাবস্থান থেকে রিহ্যাবের সব সদস্য যেন লাভজনক অবস্থায় থাকে, আমরা ব্যবসায়ী মহল এটাই কামনা করি।”

গোটা আবাসন খাতের উন্নয়নে বর্তমান সরকারের প্রতি কয়েকটি পরামর্শ দিয়ে ফাইন হোমস চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেন- “রাজউকের বিদ্যমান নীতিমালা যুগোপযোগী করা খুব জরুরী। সব কোম্পানী যেন সমতা ভিত্তিক ব্যবসা করতে পারে, সেটাই আমাদের কাম্য। ফাইন হোমস তার ক্রেতাদের জিতিয়ে রাখতে চায়, সেভাবেই এই মার্কেটে আগমণ করেছে।”

উল্লেখ্য, ফাইন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ফাইন হোমস এর অফিস ঠিকানা: ব্লুস্টার অফিস, চতুর্থ তলা, বাড়ি ১২, রোড ৯, ব্লক- জে, বারিধারা, ঢাকা। ওয়েবসাইট থেকেও ফাইন হোমস এর প্রজেক্ট নিয়ে বিস্তারিত সব তথ্য জানা যাবে- www.finehomesltd.com

January 2025
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031