ইউসেপ বাংলাদেশ তার ৫৩ বছরের গৌরবময় যাত্রায় সাধারণ শিক্ষা, কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ এবং শোভন কর্মসংস্থানের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায়, আজ চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ইউসেপ বাংলাদেশের আয়োজিত “ইউআইএসটি উদ্বোধন ও চাকরি মেলা ২০২৫”। ইউসেপ বাংলাদেশে থেকে প্রশিক্ষণপ্রাপ্ত চাকরিপ্রার্থী ও নিয়োগদাতাদের মধ্যে সংযোগ স্থাপন করার লক্ষ্যে এই চাকরি মেলা আয়োজন করা হয়।
প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জনাব এ.এইচ.এম সফিকুজ্জামান বলেন, “বাংলাদেশের আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদাপূরণ, সুবিধাবঞ্চিতদের ভাগ্য উন্নয়ন ও সর্বোপরি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের গতি সাধনে ইউসেপ বাংলাদেশের ভূমিকা অনন্য-সাধারণ। বিগত তিপ্পান্ন বছরের গৌরব ও লক্ষ্য ছোঁয়ার প্রেরণা নিয়ে কারিগরি শিক্ষার উৎকর্ষ সাধন ও বেসরকারি পর্যায়ে কারিগরি শিক্ষার প্রসারে অসমান্য অবদান রাখার মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে ইউসেপ বাংলাদেশ। দক্ষ জন-সম্পদ তৈরিতে ইউসেপ বাংলাদেশের ভূমিকা অনুকরণীয় মডেল বলে মন্তব্য করেন।”
উক্ত অনুষ্ঠানের সভাপতি, ইউসেপ বোর্ড অব গভর্নরসের চেয়ারপার্সন জনাব ড. ওবায়দুর রব বলেন, “যুদ্ধবিধ্বস্থ বাংলাদেশে সুবিধাবঞ্চিত শিশুদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তাদের শোভন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে ইউসেপ বাংলাদেশের প্রতিষ্ঠাতা জনাব লিন্ডসে অ্যালান চেইনীর দূরদর্শী নেতৃত্ব এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মোঃ আবদুল করিম, এ কে খান অ্যান্ড কোম্পানির চেয়ারম্যান জনাব এ এম জিয়া উদ্দিন খান, এ কে খান ফাউন্ডেশনের ট্রাস্টি সেক্রেটারি জনাব সালাউদ্দিন কাসেম খান, ইউসেপ বোর্ড অব গভর্নরসের সাবেক চেয়ারপার্সন ড. মোহাম্মদ আলাউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ইউসেপ বাংলাদেশের ডাইরেক্টর পিপলস এন্ড এডমিন জনাব আবু নোমান মোঃ সিব্বির আহমদ। ডেপুটি ম্যানেজার মোঃ আকরাম হোসেনের সঞ্চালনায় জব ফেয়ারে উপস্থিত ছিলেন, প্রকল্প পরিচালক – টিবিআইপ জনাব মোঃ আবু আশরিফ মাহমুদ, ইউসেপ নিয়োগকর্তা কমিটির চেয়ারম্যানবৃন্দ, ইউসেপ বাংলাদেশের উপপরিচালক প্রকৌশলী জয় প্রকাশ বড়ুয়া, ইউসেপ চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক জনাব মাসুদ আলম প্রমুখ।
দিনব্যাপী আয়োজিত্যজিত এই মেলায় ১৪ টি শিল্প প্রতিষ্ঠান অংশ নেয়। মেলার মাধ্যমে সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে ৪২ জন চাকরিপ্রার্থী নিয়োগপত্র গ্রহণ করেন এবং ২২৯৩ জন চাকরি প্রত্যাশী বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের সিভি জমা দেন।
ইউআইএসটি উদ্বোধণঃ
শ্রম ও কর্মসংস্থান সচিব জনাব এ এইচ এম সফিকুজ্জামান সকালে নগরীর আমবাগানে স্থাপিত ইউসেপ ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (ইউআইএসটি) এর শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউসেপ বোড অব গভর্নরসের চেয়ারপার্সন জনাব ড. ওবায়দুর রব, ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মোঃ আবদুল করিম, এ কে খান এন্ড কোম্পানীর চেয়ারম্যান জনাব এ এম জিয়া উদ্দিন খান, এ কে খান ফাউন্ডেশনের ট্রাস্টি সেক্রেটারী জনাব সালাউদ্দিন কাসেম খান, ইউসেপ বাংলাদেশের সাবেক বোর্ড অব গভর্নরসের চেয়ারপার্সন জনাব ড. মোহাম্মদ আলাউদ্দিন,। ইউসেপ বাংলাদেশের ডাইরেক্টর পিপলস এন্ড এডমিন জনাব আবু নোমান মোঃ সিব্বির আহমদ, বাংলাদেশের উপপরিচালক প্রকৌশলী জয় প্রকাশ বড়ুয়া, ইউসেপ চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক জনাব মাসুদ আলমসহ ইউসেপ নিয়োগকর্তা কমিটির চেয়ারম্যানবৃন্দ।