• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

উন্নত বাংলাদেশ গড়তে হলে স্মার্ট বিনিয়োগ সেবা গ্রহণ করতে হবে।

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ২৩, ২০২৪
উন্নত বাংলাদেশ গড়তে হলে স্মার্ট বিনিয়োগ সেবা গ্রহণ করতে হবে।

বৃহস্পতিবার ( ২৩ মে, ২০২৪) বাণিজ্যিক নগরী চট্রগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত “বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্মসূচী (বিআইসিআইপি) এবং বিডা ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) কার্যক্রম অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিডা’র নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) জনাব লোকমান হোসেন মিয়া একথা বলেন।

আজ, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলামের সভাপতিত্বে চট্টগ্রাম অঞ্চলের ব্যবসায়ী বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের কাছে Single Point Entry হিসাবে এর বিডা ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) প্ল্যাটফরমাট এর ব্যবহার অগ্রগতি তুলে ধরার জন্য বিডা দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে, বিডা’র নির্বাহী চেয়ারম্যান ( সিনিয়র সচিব) লোকমান হোসে মিয়া বলেন , মাননীয় প্রধানমন্ত্রীর ভিশনারী নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের সুফল মানুষ পেয়েছে , যেখানে এক যুগ আগে আমাদের মাথাপিছু আয় ৭০০ ডলার থেকে আজ ২৭৮৪ ডলার উন্নীত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সামনে স্মার্ট বাংলাদেশ ভিশন তুলে ধরেছেন। আমরা ২০৩১ সালে মধ্য আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার ভিশন সামনে রেখে কাজ করে চলছি। সেই ধারাবাহিকতায় আমরা ১২৩টি বিনিয়োগ সেবা বিডা ওএসএস মাধ্যমে দিয়ে আসছি , অন লাইন ভিত্তিক এই বিনিয়োগ সেবা যে কোন বিনিয়োগকারী ঘরে বসেই গ্রহণ করতে পারেন, এর জন্য আলাদা করে ৩৯ প্রতিষ্ঠানে যাওয়ার কোন দরকার নাই, শুধুমাত্র একবার কাগজ পত্র সাবমিট করার পরে ,অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আলাদা করে কাগজ পত্র জমা দেওয়ার দরকার পড়বে না। এ সময়ে তিনি আরো বলেন আমরা বিদেশি বিনিয়োগকারীদের ৬ থেকে ১২ ঘন্টার ভিতর অন এরাইভাল ভিসা দিয়ে থাকি, বিনিয়গকারীদের স্বচ্ছ ও দ্রুত সেবা প্রদানে বিডা বদ্ধ পরিকর । এ সময়ে তিনি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন যেহেতু আমরা স্মার্ট সেবা প্রদান করছি, সেহেতু উন্নত বাংলাদেশ গড়তে হলে স্মার্ট বিনিয়োগ সেবা গ্রহণ করতে হবে। এসময়ে তিনি চট্টগ্রাম অঞ্চলের ব্যবসায়ী বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের সাথে মতবিনিময়, বিনিয়োগের ক্ষেত্রে তাঁদের সমস্যা এবং তাদেরর পরামর্শ গ্রহণ করেন।

কর্মশালায় বিশেষ অতিথির বক্ত্যবে, বিডার নির্বাহী সদস্য ও সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম বলেন বিনিয়কারীরা খুব সহজেই বিডা ওএসএস ব্যবহার করতে পারবে, এ সময়ে তিনি আরো বলেন বিডার’র সেবা গ্রহণের ক্ষেত্রে বিনিয়োকারীদের থার্ড পার্টির কাছে যাওয়ার কোন প্রয়োজন নেই, কারন থার্ড পার্টিরা নিজেদের স্বার্থে বিনিয়োগকারীদের মিস গাইডেড করেন।

দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম চেম্বার্স অফ কমার্স এনড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি জনাব ওমর হাজ্জাজ চট্টগ্রামের ব্যবসায়ী ও বিনীয়গকারীদের পক্ষ থেকে বিভিন্ন পলিসি সংস্কার , পরামর্শ ও বিনিয়োগ সম্ভাবনা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন।

কর্মশালায় সভাপতির বক্ত্যবে চট্টগামের বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম বিডা কে ধন্যবাদ জানিয়ে বলেন, বিনিয়োগ বিকাশের মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়ার ভিশন নিয়ে বিডা সব সময়েই বিনিয়োগকারীদের বিনিয়োগসেবা আসছে, এখন তথ্য প্রযুক্তির সরকার ডিজিটাল ভাবে সব সেবা দিতে প্রস্তুত , কিন্তু সেবা গ্রহীতার এখন প্রযুক্তিগত ভাবে সেবা গ্রহণের মানসিকতা থাকতে হবে। এসময়ে তিনি ব্যবসায়ী, বিনিয়োগকারী উদ্যোক্তা যে কোন ধরনের বিনিয়োগ সেবা গ্রহণের জন্য বিডা ওএসএস ব্যবহারের পরামর্শ প্রদান করেন।

কর্মশালায় বিডা’র পরিচালক মোসাম্মদ শামীমা আখতারের উপস্থাপনায় , স্বাগত বক্তব্য প্রদান করেন বিডার চট্টগাম বিভাগীয় পরিচালক জনাব মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন, কর্মশালায় চট্টগ্রাম অঞ্চলের শীর্ষ ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারী, বিভিন্ন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাট্রিজ শীর্ষ প্রতিনিধিবৃন্দ সহ , প্রিন্ট ও ইলেক্টোনিক্স মিডিয়ার সংবাদ প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

January 2025
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031