ঢাকায় শুরু হলো চার দিনব্যাপী গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্য প্রদর্শনী
তৈরি পোশাক শিল্পে ব্যবহৃত সর্বাধুনিক যন্ত্রপাতি বা গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্য নিয়ে রাজধানীতে শুরু হলো গার্মেন্টস টেকনোলজি প্রদর্শনী বাংলাদেশ (জিটিবি ২৫)-এর ২২তম এবং গ্যাপ এক্সপো ২০২৪-এর ১৪তম সংস্করণ। আজ সকালে বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) এবং এএসকে ট্রেড শো অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেড এর যৌথ আয়োজনে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত চারদিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। আইসিসিবির ৮টি হল জুড়ে এই প্রদর্শনীটিতে অংশ নিয়েছে ২৫টি দেশের ৫০০ প্রতিষ্ঠান।
বুধবার (৮ জানুয়ারি), সকাল ১১টায় আইসিসিবির ৪ নম্বর হলে প্রদর্শনীটির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক বসুন্ধরার ৪ নম্বর হলে ইনডেক্স গ্রুপের আকর্ষণীয় ষ্টলটির প্রদর্শনী পরিদর্শন করেন।এসময় তিনি গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্যগুলি দেখেন।
এসময় ষ্টলে উপস্থিত ছিলেন ইনডেক্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর চৈতন্য কুমার দে (চয়ন) এবং আগত বিদেশে অতিথিরা।
ইনটেক্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর চৈতন্য কুমার দে চয়ন বলেন, চারদিনব্যাপী এ প্রদর্শনীর গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্যগুলি আমরা আমাদের ষ্টলে উপস্থাপন করেছি।বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাত নতুন ২০২৫ সাল নিয়ে আমরা বেশ আশাবাদী। ইউরোপ ও আমেরিকার মতো বাজারগুলোতে মূল্যস্ফীতি হ্রাস পাওয়ায় পশ্চিমা ক্রেতারা ফিরে আসতে শুরু করেছে।চারদিন ব্যাপী এই প্রদর্শনীর সার্বিক সফলতা কামনা করি।আগামী ১১ জানয়ারি পর্যন্ত প্রদর্শনী চলবে।গ্যাপ এক্সপ্রোর প্রদর্শনী সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গার্মেন্টস ও টেক্সটাইল ব্যবসায়িক দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার আইসিসিবিতে।