নাগরিক সেবা নিয়ে দীর্ঘ দিন ধরে কষ্ট পাচ্ছে খুরুশকুল ইউনিয়নের জনসাধারণ। এদিকে
খুরুস্কুল ইউপির প্রশাসনিক কর্মকর্তা তার দায়িত্ব নিয়মিত পালন করে যাচ্ছেন বলে তিনি জানান। সরেজমিনে দেখা যায় কিছু সংখ্যক স্থানীয় জনপ্রতিনিধি ও তাদের দায়িত্বশীল জায়গায় থেকে তারা সেবা দিয়ে যাচ্ছে বলে জানান। সরকারি দায়িত্ব প্রাপ্ত সহকারি কমিশনার (ভূমি) শারমিন সুলতানা কক্সবাজার শহরে তার নিজ অফিস বসে যথারীতি কাজ করেন বিভিন্ন সূত্রে জানা যায়। স্থানীয় জনপ্রতিনিধি কিংবা চেয়ারম্যান না থাকার কারণে বিপুল সংখ্যক সেবা নিতে আসা জনগোষ্ঠী শ্বাক্ষর পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে বলে জানান ভুক্তভোগীরা। এবিষয়ে একাধিক নারী পুরুষ ভূক্তভোগী জনসাধারণ এর সাথে কথা বলে তারা এ তথ্যটি নিশ্চিত করেন। গেল কিছু দিন আগে খুরুশকুল ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন, কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন- তিনি নির্বাচিত পুরুষ ও মহিলা জনপ্রতিনিধি সাথে শুভেচ্ছা বিনিময় করেন, এবং সকল বিষয়ের উপর খোঁজ খবর নেন বলে জানিয়েছেন পরিষদ সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।