গাইবান্ধা,মোঃ আবু জাফর মন্ডলঃ
গাইবান্ধায় আবৃত্তি চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকীতে মনোমুগ্ধকর অনুষ্ঠান পরিবেশন করেছে অভিনন্দন আবৃত্তি চর্চা কেন্দ্র। গাইবান্ধার আবৃত্তি নির্ভর সংগঠন অভিনন্দন আবৃত্তি চর্চা কেন্দ্রের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যারাতে স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সংগঠনের শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতেই ৫ই আগষ্ট ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে দাঁড়িয়ে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন সমাজসেবক-সাংস্কৃতিক পৃষ্ঠপোষক শাহাদাত হোসেন সুজা, ক্রীড়া সংগঠক- রাজনীতিক-পরিবেশ আন্দোলন নেতা ওয়াজিউর রহমান রাফেল, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক-বিশিষ্ট আইনজীবী অ্যাড.সিরাজুল ইসলাম বাবু, সমাজসেবক নওশের আলম। অনুষ্ঠানে ধরিত্রী বন্ধু হিসেবে ওয়াজিউর রহমান রাফেলকে সংবর্ধনা দেওয়া হয়।
সংগঠনের পরিচালক কবি-আবৃত্তি শিল্পী দেবাশীষ দাশ দেবুর সভাপতিত্বে ও সম্পা দেবের উপস্থাপনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রমতোষ সাহা, সিরাজুল ইসলাম সোনা, কবি গৌতমাশীষ গুহ সরকার, শিক্ষক মনীন্দ্র নাথ সরকার, কবি-সাংবাদিক রজতকান্তি বর্মন, সংগঠনের সাধারণ সম্পাদক রণজিৎ সরকার, গাইবান্ধা চেম্বারের পরিচালক হাসান মাহমুদ জনি, সাংবাদিক ময়নুল ইসলাম, অভিভাবক আরিফ বিল্লাহ ছানা, শিক্ষক অঞ্জলি রাণী দেবী, প্রকৌশলী হোসাইনা আক্তার তিন্নি প্রমুখ।
অভিনন্দন আবৃত্তি চর্চা কেন্দ্রের শিক্ষার্থীদের গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশনে অনুষ্ঠানটি মনোমুগ্ধকর হয়ে ওঠে। অনুষ্ঠানে আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।