গাইবান্ধার রামচন্দ্রপুরে জেলা প্রশাসকের উদ্দ্যেগে কম্বল বিতরণ করা হয়
গাইবান্ধার রামচন্দ্রপুরে জেলা প্রশাসকের উদ্দ্যেগে কম্বল বিতরণ করা হয়
নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৫
Oplus_131072
গাইবান্ধা,মোঃআবু জাফর মন্ডলঃ
গাইবান্ধায় তীব্র শীতে শীতাপ্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসক গাইবান্ধা। মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অধিদপ্তর হতে প্রাপ্ত শীতবস্ত্র (কম্বল) বরাদ্দ হলে গাইবান্ধা সদর উপজেলায় কয়েক স্থানে এ শীতবস্ত্র বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এর ধারাবাহিকতায় গতকাল শুক্রবার রাতে রামচন্দ্রপুর ইউনিয়নের গড়দিঘী নামক আশ্রয়ণে বসবাসরত পরিবার , গাইবান্ধা সদরের বোয়ালী ইউনিয়নের মদিনাতুল উলুম নূরানীয়া ও হাফিজিয়া মাদ্রাসাসহ পুরাতন বাজার ও পুলবন্দি এলাকায় সাধারণ খেটে খাওয়া দিনমজুর, অটোচালক, ভ্যানচালক, কুলি, মৎস্যজীবী, হোটেলের কর্মচারীর মাঝে বিতরণ করা হয়। সাধারণ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, গাইবান্ধা সদর উপজেলার উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো: মাহমুদ আল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো: রিয়াজুল ইসলাম প্রমুখ।