• ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে রজব, ১৪৪৬ হিজরি

জাতীয় প্রেস ক্লাবে পেশাদার সাংবাদিকদের সদস্যপদ স্থগিত করায় ডিইউজের উদ্বেগ ও নিন্দা

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২৪
জাতীয় প্রেস ক্লাবে পেশাদার সাংবাদিকদের সদস্যপদ স্থগিত করায় ডিইউজের উদ্বেগ ও নিন্দা

প্রায় অর্ধশত পেশাদার সাংবাদিকের জাতীয় প্রেস ক্লাবের সদস্যপদ স্থগিত করায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর ২০২৪) এক বিবৃতিতে সংগঠনের পক্ষে সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এ উদ্বেগ ও নিন্দা জানান।

নেতৃবৃন্দ বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট এর রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে তিন দফায় প্রায় অর্ধশত সাংবাদিকের সদস্য পদ স্থগিত করেছে জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটি। যা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক।

তারা বলেন, ৫ আগস্টের পরপরই প্রথম দফায় জাতীয় প্রেস ক্লাবের নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকের সদস্যপদ, দ্বিতীয় দফায় ১৮ নভেম্বর, ২০২৪-এ ৩৭ জন সিনিয়র সাংবাদিক এবং সবশেষ ২৮ ডিসেম্বর, ২০২৪-এ আরো পাঁচজন সিনিয়র সাংবাদিকের সদস্যপদ স্থগিত করা হয়েছে। তারা প্রত্যেকেই ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সদস্য।

ডিইউজের নির্বাহী পরিষদের পক্ষে নেতৃবৃন্দ বলেন, জাতীয় প্রেস ক্লাব একটি মুক্তবুদ্ধি চর্চার প্রতিষ্ঠান হওয়া সত্বেও কোনো সঙ্গত কারণ ছাড়াই একতরফাভাবে সদস্যপদ স্থগিত করায় প্রতিষ্ঠানটি বিতর্কিত ও রাজনীতিকরণের একটি বড় নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করলো। যা ভবিষ্যতে শুভ কোন ফল বয়ে আনবে না। এই ধরনের সিদ্ধান্ত ইতিহাসের কাঠগড়ায় জাতীয় প্রেস ক্লাবকে একদিন দাঁড় করাবে।
নেতৃবৃন্দ অবিলম্বে সদস্যপদ স্থগিতের আদেশ প্রত্যাহার করে জাতীয় প্রেস ক্লাবকে দলীয় প্রভাবমুক্ত রাখার জন্য অনুরোধ জানান।

January 2025
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031