জিটিবি ট্রেড শো ও গ্যাপ এক্সপো-২০২৫ এ আটিফ্যাক্ট ট্রেডিং লিমিটেড অংশ নিয়ে বাজিমাত করেছে
জিটিবি ট্রেড শো ও গ্যাপ এক্সপো-২০২৫ এ আটিফ্যাক্ট ট্রেডিং লিমিটেড অংশ নিয়ে বাজিমাত করেছে
নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২৫
দেশের অন্যতম স্বনামধন্য গার্মেন্টস মেশিনারিজ এক্সেসরিজ আর্টিফ্যাক্ট ট্রেডিং লিমিটেড এবারের জিটিবি ট্রেড শো এবং গ্যাপ এক্সপো ২০২৫ এ ইন্ডাস্ট্রির অত্যাধুনিক প্রযুক্তির স্পট লিপটার, এলইডি লাইট ষ্টলে প্রদর্শনী সহ অংশ নিয়েছে।
আর্টিফ্যাক্ট ট্রেডিং লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর লায়ন মোহাম্মদ বেলাল হোসাইন বলেন, আমরা এই গার্মেন্টস টেক মেলায় প্রতিবছর অংশগ্রহণ করে থাকি।২০২৫ এর মেলাতে ও আমরা এইবার অংশগ্রহণ করেছি।আমাদের প্রোডাক্ট গুলো হল স্পট রিমোভার, এবং এলইডি লাইট।এটি মূলত গার্মেন্টেসে যখন কাপড় সেলাই করা হয় তখন কাপড়ে অয়েলের দাগ লাগে যা ওয়াশ ছাড়া ক্রীম করা যায়। যখন শীপমেন্ট দ্রুত দেয়া দরকার তখন ওয়াশ করার সময় থাকে না।
এই জন্য স্পট রিমুভার দিয়ে অয়েল স্পট রিমুভ করে।আমাদের আর ও আছে কলমের কালির দাগ উঠানো বিভিন্ন স্টীল রিমুভার। ইন্ড্রাষ্টীয়াল এলইডি লাইট ও আছে। আমাদের এই পণ্য ব্যবহার করে গার্মেন্টস ইন্ডাস্ট্রির মানুষ অনেক উপকৃত হয়।আমাদের এই পণ্য আর্টিফেক্ট ট্রেডিং লিমিটেডের।
রাষ্ট গো ব্যান্ড, জে জে ডব্লিউ কোম্পানি চায়নার স্বনামধন্য কোম্পানী, এবং বিখ্যাত ব্র্যান্ড।আমি ১৮ বছর ধরে সুনামের সহিত এই ব্যবসা করতেছি। বাংলাদেশে একমাত্র আমি প্রথম রাষ্ট গো ব্যান্ড, জে জে ডব্লিউ কোম্পানির পণ্য চায়না থেকে নিয়ে আসি। আমি যখন বাংলাদেশের মার্কেটে এনে এই পণ্যের সুফল দেখাতে পারি এবং সক্ষম হয়েছি। আমার এই প্রােডাক্ট অনেকে কপি করে বিভিন্ন নাম দিয়ে নিয়ে আসে।একটা কথা মনে রাখতে হবে পণ্যের মান যদি ভাল হয় দাম একটু বেশী হবে। আমরা সুনামের সহিত দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছি। এবং আমাদের এই প্রোডাক্টের গুণগত মান রক্ষা করি, আমার একটা অনুরোধ থাকবে। আপনারা ভাল ব্র্যান্ডের মাল নেবেন।রাষ্ট গো ব্যান্ড, জে জে ডব্লিউ কোম্পানি চায়না বিশ্বের বাজারে একটি আন্তর্জাতিক বিখ্যাত ব্র্যান্ড।যারা এইটা ব্যবহার করে আমাদেরটা ব্যবহার করে। আমাদেরটা যদি না পায় তারা অপেক্ষা করে। কখন আমাদেরটা আসবে? বাজারে লোকেল অনেক স্পট লিপটার নকল মাল তৈরী হচ্ছে। এগুলোর মান মোটে ও ভাল না। এগুলো ব্যবহার করলে কাপড়ের অনেক ক্ষতি হবে। আমার গার্মেন্টস মালিক পক্ষের কাছে সবিনয় অনুরোধ আপনারা অল্প কিছু টাকার জন্য এইসব খারাপ পণ্য ব্যবহার করবেন না।পৃথিবীতে বাংলাদেশের গার্মেন্টস সর্ববৃহৎ।রাষ্ট গো ব্যান্ড, জে জে ডব্লিউ কোম্পানি চায়নার একটি আন্তজার্তিক মানের ব্র্যান্ড।ভবিষ্যৎতে সবাই আপনারা রাস্ট গো ব্র্যান্ডের পণ্য ব্যবহার করবেন। আমরা গ্রাহকদের সবসময় সন্তুষ্ট রাখি। কাষ্টমারকে সার্ভিস ভাল দিয়ে থাকি। যখনি কোন গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে ফোন দেয় সাথে সাথে আমাদের ইঞ্জিনিয়ার এবং মার্কেটিয়ের দক্ষ টিম ছুটে যায় এবং সমাধান করে থাকে। আমরা সবসময় গ্রাহকদের ভাল মানের সেবা দিয়ে থাকি।
দেশের বাজারে প্রথম আমরাই এই রাষ্ট গো ব্যান্ড, জে জে ডব্লিউ কোম্পানির পণ্য চায়না থেকে নিয়ে আসছি। কারণ ভাল জিনিসের প্রতি গ্রাহকদের সবসময় আকর্ষণ থাকে।দেশের মার্কেটে আমার এই পণ্য দেখে অনেকে অনেক নাম দিয়ে নিয়ে আসছে। কিন্তু আমার এস এস ডি, এস আর এস এর যে কাগজপত্র আছে তা অনেকে নকল করে চালাচ্ছে।
এসময় স্টলে উপস্থিত ছিলেন রাষ্ট গো ব্যান্ড, জে জে ডব্লিউ কোম্পানি চায়নার স্বত্বাধিকারী কেমিক্যাল ইঞ্জিনিয়ার মি: উইলিয়াম লিংক,উনার স্ত্রী ও একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার।রাজগ্রুপের মালিক মি: উইলিয়াম লিং আর্টিফ্যাক্ট ট্রেডিং লিমিটেড এর এমডিকে সবসময় পরামর্শ দেন তুমি মার্কেটিং ভাল কর। আমরা আমাদের পণ্যের গুণগত মান সবসময় রক্ষা করি। আমরা রাষ্ট গো ব্যান্ড, জে জে ডব্লিউ কোম্পানির এলইডি লাইট ও নিয়ে আসছি দেশের বাজারে। রাষ্ট গো ব্র্যান্ডটা খুব ভাল-বলে আমরা বাংলাদেশে ট্রেডমার্ক করে নিয়েছি। এই বছর আমরা মেলাতে টেকগান মেশিন নিয়ে আসছি। এটা আমরা সামনে মার্কেটি করব।মানুষ আমাদের এটা কিনে অনেক উপকৃত হয়। তাই মানুষ আমাদের ভালমানের এই পণ্যটা সবসময় কিনে।
এসময় কথা হয় আর্টিফ্যাক্ট ট্রেডিং লিমিটেড এর এডভাইজার ফারুক আহমেদ এর সাথে।তিনি প্রতিষ্ঠানটির দীর্ঘদিন ধরে দায়িত্বে আছেন।তিনি বলেন আমাদের নতুন অনেকগুলি এলইডি লাইট আছে। কম খরচে অধিক আলো বিদ্যুৎ বিল কম আসে।এই এলইডি লাইটের বর্তমানে মার্কেটে অনেক চাহিদা আছে।আমাদের ষ্টলে অনেক নতুন এলইডি লাইট আমরা মেলায় দর্শনার্থীদের জন্য এনেছি।যেমন-এলইডি টিউব লাইট,এলইডি প্যানেল লাইট,সুইয়িং এলইডি ফ্লাড লাইট কব,বে লাইট,স্পট ট্রাক্ট,বাল্ব ইত্যাদি।