রাজধানীর গুলিস্তান এলাকা থেকে ৪০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-গুলশান বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- ১। কাশেম শেখ (৫৫) ও ২। মোঃ আব্দুল আহাদ (২০)।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ২০২৫ খ্রি.) সন্ধ্যা আনুমানিক ০৬:১০ ঘটিকায় গুলিস্তান মোড় সংলগ্ন হোটেল গার্ডেন ইন্টারন্যাশনাল (আবাসিক) এর সামনের ফুটপাত হতে তাদেরকে ইয়াবাসহ গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের একটি টিম।
ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-গুলশান বিভাগ বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য গুলিস্তান এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে গুলিস্তান এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের টিম। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় কাশেম শেখ ও আব্দুল আহাদকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৪০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক বেচা-কেনায় ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয় ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃতরা এসব ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য নিজ হেফাজতে রেখেছিলো বলে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।