• ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে রজব, ১৪৪৬ হিজরি

ঢাকায় পুষ্টি ‘ভার্সেস অফ লাইট’ হিফজুল কোরআন প্রতিযোগিতার অডিশন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০২৪
ঢাকায় পুষ্টি ‘ভার্সেস অফ লাইট’ হিফজুল কোরআন প্রতিযোগিতার অডিশন অনুষ্ঠিত

১৬ ডিসেম্বর, ২০২৪: দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান টি. কে. গ্রুপের তত্ত্বাবধানে শুরু হয়েছে পুষ্টি ‘ভার্সেস অফ লাইট’ হিফজুল কোরআন প্রতিযোগিতা। টি. কে. গ্রুপের অন্যান্য গুরুত্বপূর্ণ ইউনিটসমূহ এই আয়োজনের সহযোগী হিসেবে রয়েছে। বর্তমানে চলছে প্রতিযোগিতার অডিশন পর্ব।

সোম ও মঙ্গলবার (১৬ ও ১৭ ডিসেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ঢাকার মিলনায়তন এবং মসজিদের খোলা চত্বর, পূর্ব প্রান্তে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে অডিশন।

ঢাকায় পুষ্টি ‘ভার্সেস অফ লাইট’ প্রতিযোগিতার অডিশন রাউন্ডের প্রথম দিনে প্রায় ৪৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। দুই দিনের অডিশন রাউন্ড থেকে মূল পর্বে চূড়ান্তভাবে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হবে ৯ জন। যারা পরবর্তীতে সারা দেশ থেকে অনুরূপভাবে নির্বাচিত প্রতিযোগীদের সাথেই প্রতিযোগিতা করবে। এদিন সকাল থেকেই ঢাকা অঞ্চলের প্রতিভাবান হিফজুল কোরআনের শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠে মাদ্রাসা প্রাঙ্গণ।

‘কণ্ঠে ছড়াক পবিত্র বাণী’ স্লোগানে দেশব্যাপী উদীয়মান হাফেজদের অসাধারণ প্রতিভা ও তেলাওয়াত দক্ষতাকে সম্মান জানাবে পুষ্টি ‘ভার্সেস অফ লাইট’ হিফজুল কোরআন প্রতিযোগিতা। দেশের বিভিন্ন প্রান্তে পবিত্র কোরআন চর্চায় নিবেদিত সমুধুর কণ্ঠের তেলাওয়াতকারীদের প্রতিভা অন্বেষণেই এই আয়োজন।

প্রতিযোগিতার মূলপর্বে প্রধান বিচারক হিসেবে থাকছেন আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থার (ইক্বরা) চেয়ারম্যান ক্বারী শেখ আহমদ বিন ইউসুফ আল-আজহারী, জর্ডান থেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী স্কলার হাতেম জামিল মাহমুদ সুহেমাত ও সৌদি আরবের জেদ্দার আল-কামাল মসজিদের সাবেক ইমাম হাফেজ মাওলানা আবদুল কাদের রহমানী। আগামী পবিত্র রমজান মাসে প্রতিযোগিতাটি সম্প্রচারিত হবে জনপ্রিয় চ্যানেল ডিবিসিতে।

পুষ্টি ‘ভার্সেস অফ লাইট’ প্রতিযোগিতায় বিজয়ীরা সম্মিলিতভাবে পাচ্ছেন ৪০ লক্ষ টাকার সমমানের পুরস্কার। এই প্রতিযোগিতায় অনুর্ধ্ব ১৬ বা এরচেয়ে কম বয়সী কিশোর/কিশোরীরা অংশ নিতে পারবে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে তারা নির্বাচিত হবে এবং প্রতিটি অঞ্চলের শীর্ষ প্রতিযোগীরা ঢাকায় গ্র্যান্ড ফাইনালে অংশ নেওয়ার সুযোগ পাবে। রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করুন www.pustiversesoflight.com

পুষ্টি ‘ভার্সেস অফ লাইট’ আগামী প্রজন্মের হাফেজদের অনুপ্রাণিত করার পাশাপাশি তাদের বিকাশ ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়ার অনন্য উদ্যোগ। এটি তরুণ হাফেজদের অর্জন উদযাপনের পাশাপাশি দেশজুড়ে ঈমান, ইখলাস ও ইলমের চেতনা সৃষ্টিতে পবিত্র রমজান মাসে বিশেষ ভূমিকা রাখবে।

January 2025
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031