রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা আইসিসিবি’তে হল নাম্বার-১ এ চলছে পেইন্ট এন্ড কোটিং এক্সপো। এসময় কথা হয় রেডিয়েন্ট কোট এর স্বত্বাধিকারী জনাব এরশাদ ইকবাল এর সাথে। তিনি বলেন- আমরা এক্সপ্রোতে পাউডার পেইন্টস ষ্টলে প্রদর্শণ করেছি। মূলত এটি একটি শুধু ইন্ড্রাষ্ট্রিয়াল পেইন্টস এটা শুধু ইন্ডাস্ট্রিতে ব্যবহার যোগ্য। পাউডার পেইন্টস চার ধরণের হয়। যেমন-মেক ফরম্যাট, টেকসার ফরম্যাট, গ্লোসী, ম্যাট ফিনিশিং। আমরা এইটা বাংলাদেশে ব্যবহার করছি ২০১৫ সাল থেকে।এটি হচ্ছে পরিবেশ বান্ধব রং। যার ওয়েস্টেজ কম এবং এইটার দীর্ঘস্থায়ীত্ব খুব বেশী।
এটা নরমাল এনামেল পেইন্ট থেকে দাম তুলনামূলকভাবে একটু কম। এটা খুব দ্রুত বেইক হয়। এটা একবার ব্যবহার করলে আর জং ধরার কোন সম্ভাবনা থাকে না। এটা দীর্ঘস্থায়ীত্ব প্রোডাক্ট। এটা যেহেতু শুধুমাত্র ইন্ড্রাস্ট্রীতে ব্যবহার হয়। যার জন্য এটা ইন্ডাস্ট্রিতে সবাই ব্যবহার করে।এটা সাধারণ রঙের মত নয়।রং কিভাবে ব্যবহার করা হচ্ছে পাউডার পেইন্ট সমন্ধে আমাদের দর্শকদের ধারণা খুবই সীমিত,পাউডার পেইন্ট কিভাবে স্প্রে করা হয়। কিভাবে ব্যবহার যোগ্য আমরা সেগুলো প্রদর্শনীতে দেখাচ্ছি।এসময় তিনি বেশ কয়েকটি চমকপ্রদ রং এর পাউডার প্রদর্শন করে দেখায়।এটা একটা সাধারণ রং দেখতে লাল সিঁদুরের মত, এটার আর একটা হচ্ছে হলুদ রং,সবুজ রং।
এসময় রেডিয়েন্ট কোট এর ষ্টলটি পরিদর্শন করার জন্য সকল ইন্ডাস্ট্রিয়াল ব্যবসায়িক দর্শনার্থীদের পরিদর্শন করার অনুরোধ জানান।