• ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে রজব, ১৪৪৬ হিজরি

দূষণ বিরোধী অভিযানে প্রায় ২৪ লক্ষ টাকা জরিমানা, ২ টি ইটভাটা বন্ধ, ৩,৫৩৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২৫
দূষণ বিরোধী অভিযানে প্রায় ২৪ লক্ষ টাকা জরিমানা, ২ টি ইটভাটা বন্ধ, ৩,৫৩৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ


অদ্য ২১ জানুয়ারি ২০২৫ তারিখে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে অবৈধ ইটভাটা, বায়ুদূষণ ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্টের কঠোর অভিযানে প্রায় ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

লালমনিরহাট ও মাগুরা জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ৮টি মামলার মাধ্যমে ১৮ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা আদায় এবং ২টি ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়েছে।

এদিন ঢাকার মোহাম্মদপুর, দিয়াবাড়ী, খিলগাঁও ও আফতাবনগরে নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের অভিযোগে ৪টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে ১৮টি মামলার মাধ্যমে ৩ লক্ষ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

এছাড়া বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, ঝিনাইদহ, গাইবান্ধা ও গাজীপুরের টঙ্গী এলাকায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিক্রয়ের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। ৫টি মোবাইল কোর্টে ৮টি মামলার মাধ্যমে ২ লক্ষ ২২ হাজার টাকা জরিমানা আদায় এবং ১টি পলিথিন কারখানা বন্ধ করা হয়। দেশব্যাপী মোট ৩,৫৩৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।

পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদপ্তর জানিয়েছে।

January 2025
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031