বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় আজ থেকে শুরু হলো মাসব্যাপী ‘৬ষ্ঠ জাতীয় ভাস্কর্য প্রদর্শনী ২০২৪’ এর। আজ ২১ ডিসেম্বর ২০২৪ শনিবার বিকাল ৪ টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ ভাস্কর্য প্রদর্শনীর উদ্বোধন করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমীন এস. মুরশিদ। অনলাইনে যুক্ত হয়ে সভাপতির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য ভাস্কর হামিদুজ্জামান খান, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ভাস্কর আতিকুল ইসলাম।
ধারাবাহিকভাবে ভাস্কর্য চর্চায় উৎসাহ ও বিকাশ সাধনের লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ১৯৮২ সালে প্রথম ভাস্কর্য প্রদর্শনী আয়োজিত হয়। এ বছর ৬ষ্ঠ বারেরমতো অনুষ্ঠিত হচ্ছে মাসব্যাপী জাতীয় পর্যায়ের এ ভাস্কর্য প্রদর্শনী। এবারের প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পী সংখ্যা ২১৬ জন, ১৫৯ জন শিল্পীর বিভিন্ন ক্যাটাগরির ১৭৮ টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা গ্যালারিতে প্রদর্শনী চলবে ২১ ডিসেম্বর ২০২৪ থেকে ২০ জানুয়ারি ২০২৫ পর্যন্ত, প্রতিদিন সকাল ১১টা (সরকারী ছুটির দিন বিকাল ৩টা) থেকে রাত ৮টা পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে ১০ সম্মানসূচকসহ মোট ১৩ টি পুরস্কার প্রদান করা হয়। এবার ৬ষ্ঠ জাতীয় ভাস্কর্য পুরস্কার লাভ করেন ড. আজহারুল ইসলাম শেখ চঞ্চল, দ্বিতীয় পুরস্কার লাভ করেন আবদুল খালেক চৌধুরী এবং তৃতীয় স্থান লাভ করেন জনাব বিলাশ মন্ডল।
সম্মানসূচক পুরস্কার প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন অসীম হালদার সাগর, রুপম রায়, অলক কুমার সরকার, আবু সাদায়াত মো. সোহেল, অমিত কোচ, আসফিকুর রহমান, সৈয়দ তারেক রহমান, হাবীবা আখতার পাপিয়া, কনক কুমার পাঠক এবং শ্রাবন্তী মেহেরুণ।
একই সাথে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় একাডেমির চিত্রশালা ভবনের ০৫ নং গ্যালারীতে প্রদর্শনীটির মাল্টিমিডিয়া ৩৬০ ডিগ্রি ভি আর (ভার্চুয়াল রিয়ালিটি) ভার্সনেরও উদ্বোধন করা হয়।
প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত রয়েছে।