• ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে রজব, ১৪৪৬ হিজরি

পেশার স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা উচিত : নওগাঁয় বিএমএসএফ নেতৃবৃন্দ

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৫
পেশার স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা উচিত : নওগাঁয় বিএমএসএফ নেতৃবৃন্দ

আর কোন প্রয়োজনে নয়, পেশার স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। পেশাটির মাঝে অনৈক্যের চোরাবালিতে গ্রুপে-গ্রুপে বিভক্ত হয়ে সাংবাদিকদের মর্যাদা তলানিতে গিয়ে ঠেকেছে। এ থেকে উত্তরনের জন্য সিনিয়র -জুনিয়র, ছোট-বড় সকল সাংবাদিককে এক কাতারে দাড়াতে হবে। নয়তো, সমাজ থেকে পেশাটির মর্যাদা এবং প্রয়োজনীয়তা হারিয়ে যাবে। বৃহস্পতিবার ১৬ জানুয়ারী দুপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে বিভাগীয় পর্যায়ে আন্ত: জেলা বৈঠকে তিনি একথা বলেন। সাংবাদিকদের দাবি, অধিকার এবং মর্যাদা রক্ষায় তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নওগাঁ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ খায়রুল আলম, কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান মুরাদ, আব্দুল্লাহ মাহমুদ, নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রেস ক্লাবের সদস্য সচিব আজাদ হোসেন মুরাদ, বিএমএসএফের জেলা কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর উলিউল্লাহ্।
অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক সরদার মাহমুদ হক উত্তাল ও সাংগঠনিক মেহেদী হাসান অন্তর।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেল কমিটির সহ-সভাপতি অহিদুল হক মিলন, মান্দা উপজেলা শাখার সভাপতি রায়হান হোসেন, মহাদেবপুর উপজেলার শাখার সভাপতি গৌতম কুমার, বদলগাছি উপজেলার শাখার আহবায়ক, এমদাদুল হক দুলু প্রমূখ।

বৈঠকে সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম দীর্ঘদিন ধরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সাংবাদিকদের কল্যাণে, অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠার চৌদ্দ দফা দাবি নিয়ে কাজ করছে। বিএমএসএফের দীর্ঘ এক যুগের পথচলা ছিলো ঐতিহ্য, সংগ্রামের এবং দাবি আদায়ে কাজ করা অনেকটা সফল হয়েছে। বিশেষ করে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে সারাদেশে সোচ্চার রয়েছে সংগঠনের সদস্যরা। বিএমএসএফ মাঠের সাংবাদিকদের সঙ্গে নিয়ে ১৪ দফা দাবি আদায়ে জেলা-উপজেলায় কাজ করছে।

১০ জানুয়ারী খুলনা বিভাগ থেকে আন্ত:জেলা বৈঠক শুরু করে রাজশাহী বিভাগের সাংবাদিকদের সঙ্গে আন্ত:বৈঠকের মাধ্যমে বিভাগীয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। পর্যায়ক্রমে দেশের সবকটি বিভাগে আন্ত:জেলা বৈঠক অনুষ্ঠিত হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

January 2025
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031