• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে আশুলিয়ায় সেনাবাহিনীর সহযোগিতা

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ৯, ২০২৪
পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে আশুলিয়ায় সেনাবাহিনীর সহযোগিতা

বর্তমান পরিস্থিতিতে শিল্প কারখানা, বিশেষ করে পোশাক শিল্প কারখানাগুলোতে সুষ্ঠ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেনাবাহিনী মাঠে নেমেছে। এরই প্রেক্ষিতে আজ ০৯ আগষ্ট ২০২৪ সেনাবাহিনীর একটি দল পোশাক শিল্প অধ্যুষিত আশুলিয়া এলাকায় পোশাক কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিতকরণে দিনব্যাপী টহল কার্যক্রম চালায়। সেনাবাহিনীর দলটিতে ছিলেন কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন, বিজিবিএম (বার), পিবিজিএম, এমফিল এবং সেনা কর্মকর্তাগন। এ সময় সেনাবাহিনীর দলটির সঙ্গে ছিলেন বিজিএমইএ এর পরিচালক আসিফ আশরাফ, পরিচালক শোভন ইসলাম এবং আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার মালিকগন। সকাল ১১:০০টায় টহল কর্মসূচী শুরু হয় আশুলিয়ায় অবস্থিত হলিউড গার্মেন্টস এর সম্মুখ থেকে।

টহল চলাকালে সেনাবাহিনীর দলটি নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট কারখানাগুলো নিজস্ব উদ্যোগে কিভাবে ব্যবস্থা গ্রহন করেছে, সেগুলো পর্যবেক্ষণ করেন এবং বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট কারখানাগুলোর কর্তৃপক্ষদের সঙ্গেও কথা বলেন।

প্রসঙ্গত উল্লেখ্য যে উদ্ভূত বিশেষ পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণরূপে স্বাভাবিক না হওয়া পর্যন্ত তৈরি পোশাক কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেনাবাহিনীকে সহযোগিতা প্রদানের অনুরোধ জানিয়েছিলো বিজিএমইএ।

January 2025
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031