পোশাক শিল্পের বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে ২৭ আগষ্ট ২০২৪ উত্তরাস্থ বিজিএমইএ কমপ্লেক্সে বিজিএমইএ, বাংলাদেশ সেনাবাহিনী, ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ, কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ডিসি ঢাকা জেলা, ডিসি গাজীপুর জেলা, ডিজিএফআই, এনএসআই এবং কমিউনিটি পুলিশিং অন আরএমজি এবং পোশাক কারখানা প্রতিনিধিদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় কর্ণেল মহিউদ্দিন, এডমিন,
সাভার; কর্ণেল এম মাহমুদুল হাসান, ডিজিএফআই, সাভার; লে: কর্ণেল মো: আসিফ রহমান, পিএসসি,
অধিনায়ক, ২৭ ইস্ট বেঙ্গল রেজি; গাজীপুর; লে: কর্ণেল আবুল বাশার তুহীন, অধিনায়ক, ৩২ ই বেঙ্গল;
মেজর মাঝহার, এরিয়া সদর, সাভার; সানা শামীনুর রহমান, ডিআইজি অপারেশন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ,
হেডকোয়ার্টার্স; মোহাম্মদ সরোয়ার আলম, এসপি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ -১, ঢাকা এবং কলকারখানা
প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, এনএসআই, কমিউনিটি পুলিশিং অন আরএমজি এর প্রতিনিধিগন এবং
বিভিন্ন পোশাক কারখানার মালিকগন উপস্থিত ছিলেন।
আলোচনায় বিজিএমইএ এর পক্ষ থেকে অংশগ্রহন করেন সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ হিল রাকিব, সহ-সভাপতি (অর্থ) মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি আসিফ আশরাফ, সহ-সভাপতি রকিবুল আলম চৌধুরী, সাবেক সহ-সভাপতি মো. মশিউল আজম (সজল) এবং বিজিএমইএ এর বর্তমান বোর্ডের পরিচালকগন।
মতবিনিময় সভায় বিশেষ করে পোশাক শিল্পের সার্বিক শ্রম পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে শ্রম অসন্তোষ এবং এর জের ধরে শ্রমিকদের রাস্তা অবরোধের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলা হয় যে এতে করে সড়ক ও মহাসড়কগুলোতে প্রচন্ড যানযটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষরা ভোগান্তির শিকার হন।