• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

বাংলাদেশ ব্যাংকের সদ্য দায়িত্বপ্রাপ্ত গভর্নরের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দ সাক্ষাৎ।

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২০, ২০২৪
বাংলাদেশ ব্যাংকের সদ্য দায়িত্বপ্রাপ্ত গভর্নরের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দ সাক্ষাৎ।

বাংলাদেশ ব্যাংকের সদ্য দায়িত্বপ্রাপ্ত গভর্নরের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দ সাক্ষাৎ।

২০ আগস্ট, ২০২৪; ঢাকা:

বাংলাদেশ ব্যাংকের সদ্য দায়িত্বপ্রাপ্ত গভর্নর ড. আহসান এইচ মনসুরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর প্রতিনিধি দল।

মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের নেতৃত্বে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময়, দেশের ব্যবসায়-বাণিজ্য এবং অর্থনৈতিক কার্যক্রমকে পূর্বের ন্যায় গতিশীল করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে কেন্দ্রীয় ব্যাংককে আহ্বান জানায় ব্যবসায়ী নেতৃবৃন্দ।

বাংলাদেশ ব্যাংকের ১৩ তম গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ড. আহসান এইচ মনসুরকে অভিন্দন ও শুভেচ্ছা জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ। এ সময়, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনাসহ মূদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি এবং বিনিয়োগ আকর্ষণে তার নেতৃত্বে বাংলাদেশ ব্যাংক কার্যকরী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যাক্ত করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।

অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি এম এ কাশেম, আব্দুল আউয়াল মিন্টু, মোঃ জসিম উদ্দিন, এফবিসিসিআই‘র সিনিয়র সহ-সভাপতি মোঃ আমিন হেলালী, সহ-সভাপতি মোঃ মুনির হোসেন, ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ, এমসিসিআই সভাপতি কামরান টি. রহমান, বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলাম, বিটিএমএ’র সভাপতি শওকত আজিজ রাসেল, বারভিডার সভাপতি মোঃ হাবিব উল্লাহ ডন, বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, বিটিএমএ’র সহ-সভাপতি মোহাম্মদ ফায়জুর রহমান ভূঁইয়াসহ অন্যান্যরা।

January 2025
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031