রাজশাহীর বাঘায় নিম্ন আয়ের সুবিধা বঞ্চিতদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শনিবার (০৪ জানুয়ারি) সন্ধ্যায় বাঘা পৌরসভার ১ নং ওয়ার্ডের চক ছাতারী গ্রামে শীতবস্ত্র বিতরণ করা হয়।
আলহাজ্ব মাওলানা তাসলিম আহম্মেদ সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বিশিষ্ট ব্যবসায়ী চিশতিয়া দরবার শরীফ বাঘা এর সেক্রেটারি শরিফুল ইসলাম ও বাঘা পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহিন আলম এবং সেক্রেটারি আতাউর রহমান এর সার্বিক সহযোগিতায় ৩৫০ জন অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়! শীত বস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, বর্তমান উত্তর বঙ্গ শীতে কাঁপছে। এ অবস্থায় সমাজের নিম্ন আয়ের মানুষের শীতের কষ্ট দূর করতে বিত্তবানদের এগিয়ে আসা উচিত। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করেছি। খুব শীঘ্রই আমরা আরও কিছু মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করার চেষ্টা করবো।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মানবতার ফেরিওয়ালা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রাকিবুল হাসান ওলিভ, সম্পাদক খায়রুল ইসলাম, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তফি, যুবদল নেতা শফিকুল ইসলাম শফি, রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক শামীম সরকার, বাঘা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তহিদুল ইসলাম কালুসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গনমাধ্যম কর্মীবৃন্দ।