বিএএফ শাহীন কলেজ ঢাকা’র ৫২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
বিএএফ শাহীন কলেজ ঢাকা’র ৫২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৫
বিএএফ শাহীন কলেজ ঢাকা’র ৫২তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী গত বুধবার (১৫ই জানুয়ারি ২০২৫) অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম, বিবিপি, ওএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি ।
উক্ত সমাপনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিএনসিসি ও এয়ার রোভার ক্যাডেটসহ গার্লস গাইড এবং চারটি হাউজের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ ও দৌড় প্রতিযোগিতা। এছাড়াও শিক্ষার্থীদের অংশগ্রহনে পরিবেশিত হয় নৃত্যগাঁথা। নৃত্যগাঁথা প্রদর্শনীতে ২৪শের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অত্র কলেজের একাদশ শ্রেণির নিহত ছাত্র শহিদ শাফিক উদ্দিন আহমেদ আহনাফকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
অনুষ্ঠান শেষে সম্মানিত প্রধান অতিথি ৫২তম আন্তঃহাউজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার-আপ হাউজের মধ্যে পদক ও ট্রফি প্রদান করেন। উল্লেখ্য, উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এ ‘শেরে-ই-বাংলা হাউজ’চ্যাম্পিয়ন এবং ‘তিতুমীর হাউজ’রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার এর এয়ার অধিনায়ক ও সভাপতি, কলেজ পরিচালনা পর্ষদ, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কলেজ অধ্যক্ষ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।