বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে পুনর্নিয়োগ পেয়েছেন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এ উপলক্ষে তাকে ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আলম খান। এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রইস উদ্দিন ও শেখ আকতার উদ্দিন আহমেদ এবং হেড অব মার্কেটিং ও ইভিপি এ, কে, এম ছালাহ্ উদ্দিন খান।