• ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে রজব, ১৪৪৬ হিজরি

মোমেনা কুসুম্বা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৫
মোমেনা কুসুম্বা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জুলাই-আগষ্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সামনে দাঁড়াতে না পেয়ে গত বছর ৫ আগষ্ট/২৪ আওয়ামীলীগ সরকার প্রধান শেখ হাসিনা দেশ থেকে পলিয়ে যায়। সরকার পতনের পর সরকারদলীয় অনেক চেয়ারম্যানও এলাকা ছেড়ে আত্বগোপনে অবস্থান করায় পরিষদে অনুপস্থিত থাকে তারা। এ অবস্থায় স্থবির হয়ে পরে ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম। ইউনিয়নবাসীর সকল প্রকার সেবা কার্যক্রম চলমান রাখতে স্থানীয় সরকার বিভাগ পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যানদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দ্বায়িত্ব প্রদানে আদেশ জাড়ি করের। গত ১৯ আগষ্ট/২৪ পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসারের স্থানীয় সরকার বিভাগ অনুপস্থিত চেয়ারম্যানদের নামের তালিকা জেলা প্রশাসক কার্যালয়ে প্রেরণ করেন। উক্ত পরিপত্র অনুযায়ী গত বছরের ৭ অক্টোবর জেলা প্রশাসক কার্যালয় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ এর ধারা ৩৩, ১০১ এবং ১০২ অনুযায়ী পরিষদে অনুপস্থিত চেয়ারম্যানের কাজ পরিচালনা ও জনসেবা অব্যাহত রাখতে ১নং প্যানেল চেয়ারম্যানকে (ভারপ্রাপ্ত) চেয়ারম্যানের দ্বায়িত্ব পালনে আদেশ দেন। জেলা প্রশাসক কার্যালয়ের আদেশে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৭নং কুসুম্বা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যানের দ্বায়িত্ব পান মোছাঃ মোমেনা বেগম। তিনি ইউনিয়নের (৪, ৫ ও ৬) নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে ইউপি সদস্য নির্বাচিত হয়। মোছাঃ মোমেনা বেগম বলেন, দ্বায়িত্ব পাওয়ার পর থেকেই আমি পরিষদের সচিব ও সকল ইউপি সদস্যদের পরামর্শ অনুযায়ী কাজ করছি। তিনি সঠিক সুন্দর ও জবাবদিহিতা মুলকভাবে পরিষদ পরিচালনার জন্য প্রশাসন ও ইউনিয়নবাসীর সহযোগিতা কামনা করেন। উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মোঃ জিহাদ মন্ডল কুসুম্বা ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

January 2025
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031