ফুলগাজী নিউজ ডেক্স: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ফুলগাজীতে উপজেলা বিএনপি উদ্যোগে মিলাদ মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
১৯ জানুয়ারি বিকালে বিএনপির উপজেলা কার্যালয়ে ফুলগাজী উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপি নেতা জাহির হোসাইন আসিফের ব্যবস্থাপনায় তিনশত জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়া, সিনিয়র যুগ্ন আহবায়ক গোলাম রুসুল মজুমদার গোলাপ, যুগ্ন আহবায়ক সিরাজুল ইসলাম মন্টু, আক্তারুজ্জামান আজিম, আবুল খায়ের, উপজেলা বিএনপির সদস্য শামসুল হক শহীদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুল ইসলাম রসুল, সদস্য সচিব আবুল কালাম, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ ইব্রাহীম, ইসমাইল ভূঁইয়া টিপু, কপিল উদ্দিন, ফারুক হোসেন ভূঁইয়া।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন ফুলগাজী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মনির আহম্মদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, সদর ইউনিয়নের সাবেক সভাপতি মোশারফ হোসেন বিটু, বিএনপির নেতা নঈমুল করিম মজুমদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ ইউছুফসহ প্রমুখ।
কম্বল বিতরণ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। দোয়া মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের সাবেক সভাপতি মাওলানা জামাল উদ্দিন খন্দকার।
উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ ১৯ জানুয়ারি। তিনি ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন। জিয়াউর রহমান ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অধিষ্ঠিত হন। তিনি ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। তাঁর প্রতিষ্ঠিত দল তিনবার রাষ্ট্রক্ষমতায় আসীন হয়।